পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kasba Fire : কসবায় বহুতলে আগুন, দমকলের 4 ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কসবায় বহুতলে আগুন (Fire in A Building at Kasba) ৷ একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লেগেছে বলে জানা গিয়েছে ৷ দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ ঘটনায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন ৷

Kasba Fire News
কসবায় একটি বেসরকারি সংস্থার বহুতলে আগুন লাগে এদিন

By

Published : Mar 16, 2022, 4:29 PM IST

কলকাতা, 16 মার্চ : ফের শহরে আগুন ৷ এবার ঘটনাস্থল কসবার বোসপুকুর এলাকায় (Fire in A Building at Kasba) ৷ বুধবার দুপুর সাড়ে 12টা নাগাদ বহুতলটির তিনতলার একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে ৷ দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রাথমিকভাবে এসি-তে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে মনে করছে দমকল ৷ ওই অফিসের বেশকয়েকজন ভিতরে আটকে পড়েছিলেন ৷ দমকল তাঁদের উদ্ধার করে ৷ ধোঁয়ার কারণে, তাঁদের মধ্যে এক যুবতী অসুস্থ হয়ে পড়েছিলেন ৷

এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ কসবা বোসপুকুর এলাকার ওই বহুতলের জানালা দিয়ে কালো ধোঁয়া বেরত দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই চিৎকার করে বহুতলে থাকা লোকজনকে সতর্ক করেন ৷ জানা গিয়েছে, তিনতলার একটি বেসরকারি সংস্থার অফিসে আগুনটি লেগেছিল ৷ ওই বহুতলের নিচে দোকানপাট রয়েছে ৷ দোতলায় রয়েছে একটি শোরুম ৷ তার উপর আবাসন ও অফিস ৷

কসবায় একটি বেসরকারি সংস্থার বহুতলে আগুন লাগে এদিন

আরও পড়ুন : Fire at Tangra : ট্যাংরা অগ্নিকাণ্ডে 12 ঘণ্টা পার, কিছুটা নিয়ন্ত্রণে আগুন

দমকলের আধিকারিকদের অনুমান, এসি-তে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে ৷ তবে, দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে ৷ কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও, অফিসের ভিতরে কয়েকজন আটকে পড়েছিলেন ৷ তাঁদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন ধোঁয়ার কারণে ৷ বাইরে বেরিয়ে আসার পর তিনি জ্ঞান হারান ৷ তবে, স্থানীয়রাই তাঁর চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরান ৷ কসবা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details