কলকাতা, 16 মার্চ : ফের শহরে আগুন ৷ এবার ঘটনাস্থল কসবার বোসপুকুর এলাকায় (Fire in A Building at Kasba) ৷ বুধবার দুপুর সাড়ে 12টা নাগাদ বহুতলটির তিনতলার একটি বেসরকারি সংস্থার অফিসে আগুন লাগে ৷ দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রাথমিকভাবে এসি-তে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে বলে মনে করছে দমকল ৷ ওই অফিসের বেশকয়েকজন ভিতরে আটকে পড়েছিলেন ৷ দমকল তাঁদের উদ্ধার করে ৷ ধোঁয়ার কারণে, তাঁদের মধ্যে এক যুবতী অসুস্থ হয়ে পড়েছিলেন ৷
এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ কসবা বোসপুকুর এলাকার ওই বহুতলের জানালা দিয়ে কালো ধোঁয়া বেরত দেখেন স্থানীয়রা ৷ তাঁরাই চিৎকার করে বহুতলে থাকা লোকজনকে সতর্ক করেন ৷ জানা গিয়েছে, তিনতলার একটি বেসরকারি সংস্থার অফিসে আগুনটি লেগেছিল ৷ ওই বহুতলের নিচে দোকানপাট রয়েছে ৷ দোতলায় রয়েছে একটি শোরুম ৷ তার উপর আবাসন ও অফিস ৷