কলকাতা, 16 অগস্ট:প্রায় দেড় ঘন্টার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এল মহাকরণের । আগুনে পুড়ে যাওয়া যন্ত্রপাতি কম্পিউটার এবং পাখা ও অন্যান্য জিনিস সরানোর কাজ শুরু হয়েছে । দমকলমন্ত্রী সুজিত বসু, ডিজি রণবীর কুমার, কলকাতার নগরপাল বিনীত গোয়েল-সহ পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক মহাকরণ পরিদর্শনে আসেন এবং ঘটনাস্থল খতিয়ে দেখেন ।
জানা গিয়েছে, মহাকরণের হোম ডিপার্টমেন্টের এনআরআই বিভাগে আগুন লাগে এদিন (Fire breaks out at Writers Building)। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কম্পিউটারের তার থেকেই আগুন লাগে বিকেল পাঁচটার দিকে । আগুনের ধোঁয়া নজরে আসে হোম ডিপার্টমেন্টের ৷ ভিতর ও সংলগ্ন এলাকায় থাকা অগ্নিনির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয় । কিন্তু তারপরেও আগুন নিয়ন্ত্রণে না-আসায় দমকলের তিনটি ইঞ্জিন ও হেয়ার স্ট্রিট থানার পুলিশ ঘটনাস্থলে আসেন । শুরু হয় আগুন নেভানোর কাজ । সবমিলিয়ে প্রায় দেড় থেকে দু'ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ।