কলকাতা, 21 জুলাই : সাত সকালে অগ্নিকাণ্ড । এবার ঘটনাস্থল কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় । ঘণ্টাখানেকের প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে । সেই সময় কলকাতা পুলিশের (Kolkata Police) ডিসি (ইএসডি) সুদীপ সরকার অফিসে ছিলেন না ৷ হতাহতের কোনও খবর নেই । তবে অগ্নিকাণ্ডের জেরে এলাকায় উত্তেজনা ছড়ায় । দমকলের ছ'টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয় । জানা গিয়েছে, শর্ট সাকিট থেকেই আগুন লাগে ৷ পরে তা ছড়ায় ।
দমকল সূত্রে খবর, এদিন সকাল সাড়ে ছ'টা নাগাদ ফুলবাগান থানা এলাকায় কলকাতা পুলিশের ডিসি (ইএসডি) অফিসের দোতলায় আগুন লাগে । দমকলের বাহিনী দ্রুত চলে আসার ফলে আগুন ভয়াবহ মাত্রায় ছড়ায়নি । এদিন সকালে ডিসি অফিসে ডিউটি করছিলেন বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল । তাঁরাই প্রথমে পোড়া গন্ধ পান । সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে । তারপরই কালো ধোঁয়া দেখা যায় । সঙ্গে সঙ্গে সেখানে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করা হয় ।