কলকাতা, 24 এপ্রিল : গত 13 মার্চের পর ফের আগুন ট্যাংরায় । এবার ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটল । এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্য়ে । ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের 15টি ইঞ্জিন ।
ট্যাংরার 25 নম্বর ক্রিস্টোফার রোডের এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি । সেখানেই আজ দুপুরে আগুন লেগে যায় একটি কারখানায় । সেখান থেকে আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় ৷ এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । দমকলকে খবর দেওয়া হলে প্রথমে 6টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে ৷ পরে আরও ইঞ্জিন আসে ৷ দেড় ঘণ্টা পার হয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি ৷
ট্য়াংরায় কারখানায় ফের ভয়াবহ আগুন আশঙ্কার বিষয় হল ঘন ঘন বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে ঘটনাস্থল থেকে । স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার ফাটাতেই এইরকম শব্দ হচ্ছে । দমকলের আরও কয়েকটি ইঞ্জিনকে সেখানে পাঠানো হচ্ছে । স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে । যেখানে আগুন লেগেছে, সেটি একটি গাড়ির যন্ত্রাংশ বানানোর কারখানা । যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা । ফোমের ব্যবহারও করা হচ্ছে ।
ট্য়াংরার কারখানায় ফের ভয়াবহ আগুন আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যে ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানা ও গ্য়ারেজ । ভেঙে পড়ছে একের পর এক টিনের শেড ৷ আগুন এতটাই বিধ্বংসী যে, শিয়ালদা স্টেশন থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে ।
আরও পড়ুন : Fire at Tangra Update : ট্যাংরায় গুদামে সাদা ধোঁয়া, পাশের বহুতলে উঠে দেওয়া হচ্ছে জল