কলকাতা, 13 জানুয়ারি : তালতলার পর এবার চেতলা । ফের সন্ধেয় আগুন লাগল কাঠের গুদামে । রীতিমতো দাউদাউ করে জ্বলছে আগুন । ঘটনায় ইতিমধ্যে পৌঁছেছে দমকলের 10 টি ইঞ্জিন । প্রাথমিকভাবে গুদামে কেউ আটকে নেই বলে দমকল সূত্রে খবর ।
চেতলায় কাঠের গুদামে ভয়াবহ আগুন, দমকলের 10 ইঞ্জিন - kolkata police
চেতলার কাঠের একটি গুদামে আগুন ৷ ঘটনাস্থানে ইতিমধ্যে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন ৷ চলছে আগুন নেভানোর কাজ ৷
Fire at chetla
ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু । পুলিশ সূত্রে খবর, চেতলার আদিগঙ্গার কাছে প্রসন্নময়ী ঘাটের কাছে গাঙ্গুলীবাড়িতে আগুন লাগে রাত 8 টা নাগাদ । কেউ কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন । স্থানীয় মানুষ খবর দেয় দমকল ও চেতলা থানায় । আসে পুলিশ ।
আগুন নেভানোর কাজ শুরু করেছে দমকলের 10 ইঞ্জিন ।
Last Updated : Feb 13, 2020, 10:33 PM IST