কলকাতা, 16 মে : বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firahad Hakim Slams Suvendu Adhikari) ৷ তাঁর বক্তব্য, যাঁরা বিজেপিতে যোগদান করেছিলেন, তাঁরা সকলেই মানসিক অবসাদে ভুগছেন ৷ কারণ, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে কর্মীদের ভোটের কাজে নামিয়েছিল, ভোট মিটতেই কোনও প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি ৷ এই প্রসঙ্গেই তিনি টেনে আনে নন্দীগ্রামের বিধায়কের কথা ৷ তিনি বলেন, ‘‘বিরোধী দলনেতা ভুগছেন (অবসাদে) কি না আমার জানতে হবে । ওঁর মানসিক অবস্থা আমি জানি না (Firahd Hakim asks if Suvendu Adhikari is suffering from depression) ।’’
সোমবার বিজেপি সাংসদ অর্জুন সিং (BJP MP Arjun Singh)-র প্রসঙ্গে বলতে গিয়ে এভাবেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal LoP Suvendu Adhikari) নিশানা করলেন ফিরহাদ হাকিম (Kolkata Mayor Firhad Hakim) । তিনি বলেন, ‘‘একটা জিনিস আমি অনুভব করেছি, এরাজ্যে বিজেপি যাঁরা করেছেন, তাঁরা অবসাদে ভুগছেন । 2021-এ যখন নির্বাচন হয়েছিল, তখন অনেক রকম ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিল এদের বিজেপি । কাউকে রেলে চাকরি দেবে, কাউকে ইনকাম ট্যাক্সে চাকরি দেবে, এইসব বলে গরিবের ছেলে মেয়েদের দলে দলে নামিয়েছিল ময়দানে । এখন সেই উদ্দীপনা উৎসাহে ভাটা পড়েছে ।’’ সেই কারণে বিজেপির কর্মীরা অবসাদে ভুগছেন বলেও ফিরহাদের দাবি ৷