কলকাতা, 10 এপ্রিল : ফুয়াদ হালিমকে আক্রমণের ঘটানয় অস্ত্র আইনে FIR করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। গতকাল ডায়মন্ডহারবারে প্রচারে গিয়ে আক্রান্ত হন বামফ্রন্ট প্রার্থী ফুয়াদ হালিম। তখন একদল দুষ্কৃতী হামলা চালায় তাঁর উপর। অভিযোগের তির ছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
ফুয়াদ হালিমের উপর হামলা, অস্ত্র আইনে FIR-র নির্দেশ কমিশনের - election commission
গতকাল ডায়মন্ডহারবারে প্রচারে গিয়ে আক্রান্ত হন বামফ্রন্ট প্রার্থী ফুয়াদ হালিম। সেই ঘটানয় অস্ত্র আইনে FIR করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
ঘটনায় অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ হন ফুয়াদ। পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সেই সূত্রে দক্ষিণ ২৪ পরগনার পুলিশকে FIR করার নির্দেশ দিল কমিশন। প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যে FIR করেছে পুলিশ। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গতকাল বিকেলে দলীয় কর্মীদের নিয়ে ভোটের প্রচারে গেছিলেন ফুয়াদ হালিম। 4টে নাগাদ স্রোতের পোলের কাছে বাইকে চেপে একদল দুষ্কৃতী হামলা চালায় ফুয়াদ হালিম ও তাঁর দলের কর্মী-সমর্থকদের উপর। ওই বাইক বাহিনীতে প্রায় 30 জন ছিল। ঘটনায় ফুয়াদ হালিম সহ জখম হন প্রায় 7 জন বামকর্মী। তাঁদের আমতলার একটি সরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই ছেড়ে দেওয়া হলেও শম্ভুনাথ কুর্ণি হাসপাতালে রয়েছেন।