কলকাতা, 20 জানুয়ারি : পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা দত্তর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি । এই ঘটনার শেষ দেখে ছাড়বেন বলে এবার স্পষ্ট করে দিলেন বিজেপির লিগ্যাল সেলের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি । তাঁর বক্তব্য, প্রকাশ্যে টিভি চ্যানেলে দুর্গোপুজোর নবমীর দিন গোরুর মাংস রান্নার প্রস্তাব দেওয়া অপরাধ ৷ এর ফলে একটি বিরাট অংশের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে মনে করেন তিনি ।
ঘটনার সূত্রপাত একটি টিভি চ্যানেলের টক শো থেকে ৷ যেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও । সেখানে দেবলীনা দত্ত দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় গায়ক, পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় কথার সূত্র ধরে জানান, নিরামিষভোজী হলেও প্রয়োজনে তাঁর বাড়িতে গিয়ে নবমীর দিন দেবলীনা গোরুর মাংস রান্না করে দিতে পারেন ৷ যেহেতু তিনি খাদ্যাভ্যসের বিষয়ে ছুৎমার্গহীন ৷ এরপরেই সোশাল মিডিয়ায় ধুন্ধুমার পড়ে যায় ৷ অভিনেতা তথাগত মুখোপাধ্যায় ফেসবুকে পোস্টে লেখেন, "অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং আমার বউ দেবলীনা দত্ত গোমাংস খেতেই পারেন, রান্নাও করতে পারেন ।" অন্যদিকে বিধাননগর থানায় একইরকম অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন বিজেপির লিগাল সেলের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি ।
আরও পড়ুন: 'শ্রীময়ী'-তে আইনজীবীর চরিত্রে দেবলীনা