কলকাতা, 5 এপ্রিল : অবশেষে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের সমস্ত আপিল মামলা গ্রহণ করল (fifth division bench of calcutta hc takes appeal case in ssc recruitment scam) ।
মঙ্গলবার সকালে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও অলোক সরকার নামে দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে । পাশাপাশি নির্দেশে বলা হয়, সিবিআই যদি মনে করে হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে এঁদেরকে ৷ সেই নির্দেশ সামান্য সংশোধন করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।
ডিভিশন বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, শান্তিপ্রসাদ ও অলোক সরকারকে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই ৷ তবে এখনই হেফাজতে নেওয়ার দরকার নেই । কিন্তু সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো দুই আধিকারিক যদি সিবিআই দফতরে হাজিরা না দেন, সেক্ষেত্রে সিবিআই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে এই দুই আধিকারিকের বিরুদ্ধে ।