পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বেসরকারি বাস চলল হাতে গোনা, নেওয়া হল বাড়তি ভাড়াও

দেখা মিলল না পর্যাপ্ত বেসরকারি বাসের । আবার অনেক ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে ।

Private Bus service
বেসরকারি বাস পরিষেবা

By

Published : Jun 4, 2020, 10:29 PM IST

কলকাতা, 4 জুন : সবক'টি রুটেই চলছে বেসরকারি বাস । এমনই দাবি করছেন অধিকাংশ বাস মালিকরা । তবে আজ শহরের পথে দেখা গেল হাতে গোনা কয়েকটি বাস ।

কয়েকদিন আগেই বাস চালানোর অনুমতি দেয় প্রশাসন । কিন্তু, কম যাত্রী নিয়ে পুরানো ভাড়ায় বাস চালাতে রাজি হননি মালিকরা । তবে গতকাল পরিবহনমন্ত্রীর কাছে আশ্বাস পেয়ে সংগঠনগুলি আজ থেকেই পরিষেবা শুরু করবেন বলে জানিয়েছিলেন ।

তবে আজকের ছবিটা ছিল একেবারেই অন্যরকম । একাধিক রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও একটি বাসেরও দেকা পাননি অনেকে । আবার অনেক জায়গায় বেশ কিছু বেসরকারি বাস চললেও তাতে যাত্রী হয়নি । আবার অনেক ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে ।

বেঙ্গল বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "সংগঠনের তরফে সমস্ত বাস মালিক ও চালকদের পুরানো ভাড়াতেই বাস চালাতে নির্দেশ দেওয়া হয়েছে । তবে কেউ যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ।"

তিনি আরও বলেন, "আজ প্রায় 20 শতাংশ বাস পথে নেমেছে । তবু এখনও পর্যন্ত আমাদের অভিজ্ঞতা অত্যন্ত খারাপ । এভাবে বাস চালানো সম্ভব নয় । কারণ বাসের সংখ্যা বাড়লেও যাত্রী একেবারেই নেই বললেই চলে । সারা বাসে হয়তো একজন বা দু'জন যাত্রী মিলেছে । তাই আগামীকাল থেকে যদি কোনও মালিক মনে করেন যে তিনি আর বাস পথে নামাবেন না তাহলে সংগঠনের কিছুই বলার থাকবে না । কারণ এই পরিস্থিতিতে আমরা আর কাউকে বাস নামাতে জোর করতে পারব না । আমাদের সংগঠনের অধিকাংশ মালিকই বাস নামাতে প্রস্তুত । তবুও তাঁদের কাছে যদি এই বার্তা যায়, তাহলে তাঁরা আর কোন ভরসায় বাস চালাবেন?"

অন্যদিকে, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "গত মাস থেকেই কয়েকটি রুটে পরীক্ষামূলক ভাবে বেসরকারি বাস ও মিনিবাস চলছে । চলতি মাস থেকে সেই সংখ্যা আরও বাড়ানো হয়েছে । এখনও পর্যন্ত আমাদের অভিজ্ঞতা খুবই তিক্ত । আয় ও ব্য়য়ের সঙ্গে কোনও সমতাই থাকছে না । সরকার ভাড়া না বাড়ালে কোনওমতেই পরিষেবা দেওয়া সম্ভব নয় ।"

তিনি আরও বলেন যে, " আজ দীর্ঘ আড়াই মাস বাসগুলি চলেনি । তাই এখন পথে নামার পর বিভিন্ন যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছে । আর গাড়িগুলিকে মেরামত করার জন্য মালিকদের হাতে অর্থ নেই । তাই বাসের আয় না বাড়লে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে না ।"

বেঙ্গল বাস সিন্ডিকেটের সহ-সভাপতি নীতীশ কুমার রক্ষিত বলেন, "বেশ কয়েকটি রুটে বাস চললেও সবক'টি বাসের ক্ষেত্রেই দেখা গেল, যা আয় হয়েছে তার চেয়ে ঢের বেশি খরচ হয়ে যাচ্ছে । প্রতিদিন 3000 টাকার তেল লাগছে । কিন্তু সারাদিনে মাত্র 1500 থেকে 2000 টাকা উঠছে ।"

ABOUT THE AUTHOR

...view details