কলকাতা, 2 জুলাই: শিয়ালদা ও দমদমের মধ্যে 22 নম্বর সেতুর রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকতে চলেছে একাধিক লোকাল ট্রেনের চলাচল ৷ আজ, শনিবার রাত সাড়ে 11টা থেকে রবিবার সকাল সাড়ে 9টা পর্যন্ত বন্ধ থাকবে এই ট্রেন চলাচল ৷ এই 10 ঘণ্টার জন্য মোট 38টি লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে পূর্ব রেল (Cancellation of Local Train Service) ৷ এছাড়াও যাত্রার সময়সূচি বদল করা হয়েছে 6টি এক্সপ্রেস ট্রেনের ৷
যে লোকাল ট্রেনগুলি বাতিল হচ্ছে সেগুলি হল, 33651 আপ ও 33652 ডাউন হাবড়া লোকাল, 32213 আপ ও 32217 ডাউন ডানকুনি লোকাল, 32214 ডাউন ও 31611 আপ রানাঘাট লোকাল,31615 আপ ও 31616 ডাউন রানাঘাট লোকাল ৷ এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে এই সময়সীমার মধ্যে চলাচলকারী আপ ও ডাউন কল্যাণী সীমান্ত লোকাল, আপ ও ডাউন দত্তপুকুর লোকাল, আপ ও ডাউন হাসনাবাদ লোকাল, আপ ও ডাউন ব্যারাকপুর লোকাল, আপ ও ডাউন নৈহাটি লোকাল, আপ ও ডাউন বারাসত লোকাল, আপ ও ডাউন শান্তিপুর লোকাল, আপ ও ডাউন বজবজ লোকাল, আপ ও ডাউন গেদে লোকাল ৷