কলকাতা, 7 নভেম্বর : পথকুকুরদের খাওয়াতে গিয়ে মার খেলেন মহিলা আইনজীবী । ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর থানা এলাকায় ৷ মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
নাম প্রকাশে অনিচ্ছুক আইনজীবীর অভিযোগ, এলাকায় খোকন সর্দার নামে এক ব্যক্তি তাঁকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছিলেন । বিষয়টি নিয়ে তিনি গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত ৷
আক্রান্ত মহিলার অভিযোগ, গতকাল তিনি রাস্তার কুকুরদের খাওয়াতে যান । সেই সময় খোকন সর্দারের লোকজন তাঁকে শারীরিকভাবে হেনস্থা করে । গড়িয়াহাট থানায় তিনি আগে থেকেই খোকনের উত্যক্ত করার কথা জানিয়ে রেখেছিলেন । গতকাল কুকুরদের খাওয়ানোর সময় তাঁর সঙ্গে দু'জন পুলিশ কর্মী ছিলেন । সেই পুলিশ কর্মীদের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনায় ফের তিনি গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ করতে যান । তবে ঘটনাস্থল রবীন্দ্র সরোবর থানার আওতায় হওয়ায় তাঁকে রবীন্দ্র সরোবর থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে হয় ৷
মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ রাস্তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই ৷ পাশাপাশি ঘটনার দিন মহিলার সঙ্গে যে দু'জন পুলিশ কর্মী ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ ।
আরও পড়ুন : Prosenjit Chatterjee : অনলাইনে খাবার না পেয়ে টুইটারে প্রধানমন্ত্রীর দ্বারস্থ, নেটাগরিকদের ট্রোলের শিকার প্রসেনজিৎ