পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Father-Son Attacked by Goons : অসামাজিক কাজের প্রতিবাদ করায় তিলজলায় আক্রান্ত বাবা-ছেলে, চলল গুলি - Father Son Attacked by Goons at Tiljala Protesting against anti social activities

দিনকয়েক আগে প্রতিবেশী রাজু রাই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে জীবৎ রাইয়ের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়। সেই আক্রোশ থেকেই অভিযুক্ত শনিবার সকালে রাজুর উপর আক্রমণ করে (Father-Son Attacked by Goons at Tiljala Protesting against anti-social activities)।

Father-Son Attacked by Goons
অসামাজিক কাজের প্রতিবাদ করায় তিলজলায় আক্রান্ত বাবা-ছেলে, চলল গুলি

By

Published : Mar 19, 2022, 12:00 PM IST

Updated : Mar 19, 2022, 12:53 PM IST

কলকাতা, 19 মার্চ :সমাজবিরোধী কার্যকলাপ রুখতে গিয়ে দুষ্কৃতীদের চপারের আঘাতে গুরুতর জখম বাবা ও ছেলে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সাতসকালে চাঞ্চল্য তিলজলা রোড এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জীবৎ রাই ও তার চার ভাই প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে এদিন প্রথমে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে চপার নিয়ে আক্রমণ করে তাঁকে। ছেলে রাজুকে বাঁচাতে এসে আক্রান্ত হন বাবা ডব্লু রাইও (Father-Son Attacked by Goons at Tiljala Protesting against anti-social activities) ৷

পুলিশ জানিয়েছে, তিলজলা রোড এলাকায় জীবৎ রাই নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। যোগ ছিল মাদকচক্রের সঙ্গেও। দিনকয়েক আগে প্রতিবেশী রাজু রাই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে জীবৎ রাইয়ের সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়। সেই আক্রোশ থেকেই অভিযুক্ত শনিবার সকালে রাজুর উপর আক্রমণ করে বলে ধারণা। ঘটনার পর অভিযুক্তরা পলাতক।

আরও পড়ুন : রং দেওয়াকে কেন্দ্র করে চলল গুলি, দোলে কলকাতায় বন্ধুর হাতে খুন বন্ধু

গুলিবিদ্ধ রাজু ও চপারের ঘায়ে জখম তার বাবা ডব্লু রাইকে শহরের দু'টি ভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে বিশাল পুলিশবাহিনী এলাকায় তল্লাশি শুরু করেছে। গতকাল রিজেন্ট পার্ক এলাকায় বন্ধুর স্ত্রীকে রং দেওয়াকে কেন্দ্র করে গুলি চালনার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের ৷ পরদিন সকালে ফের এমন একটি ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শহরের আইন-শৃঙ্খলা নিয়ে ৷

Last Updated : Mar 19, 2022, 12:53 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details