কলকাতা, 19 মার্চ :সমাজবিরোধী কার্যকলাপ রুখতে গিয়ে দুষ্কৃতীদের চপারের আঘাতে গুরুতর জখম বাবা ও ছেলে। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সাতসকালে চাঞ্চল্য তিলজলা রোড এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জীবৎ রাই ও তার চার ভাই প্রতিবেশী রাজু রাইকে লক্ষ্য করে এদিন প্রথমে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে চপার নিয়ে আক্রমণ করে তাঁকে। ছেলে রাজুকে বাঁচাতে এসে আক্রান্ত হন বাবা ডব্লু রাইও (Father-Son Attacked by Goons at Tiljala Protesting against anti-social activities) ৷
পুলিশ জানিয়েছে, তিলজলা রোড এলাকায় জীবৎ রাই নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। যোগ ছিল মাদকচক্রের সঙ্গেও। দিনকয়েক আগে প্রতিবেশী রাজু রাই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে জীবৎ রাইয়ের সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়। সেই আক্রোশ থেকেই অভিযুক্ত শনিবার সকালে রাজুর উপর আক্রমণ করে বলে ধারণা। ঘটনার পর অভিযুক্তরা পলাতক।