কলকাতা, 29 জানুয়ারি: সামান্য় পারিবারিক ঝামেলা। আর তাকে কেন্দ্র করেই কিনা বোমাবাজি! ছেলেকে লক্ষ্য় করে বোমা মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! কলকাতার কাশীপুরের ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা৷ হতবাক পুলিশও৷
পুলিশ সূত্রে খবর, বোমা মারার ঘটনাটি ঘটে শুক্রবার৷ অভিযুক্ত শেখ মেহতাব কাশীপুরের বাসিন্দা৷ প্রতিবেশীদের অভিযোগ, তাঁর সঙ্গে প্রায় রোজই অশান্তি হত ছেলে শেখ নাজিরের৷ শুক্রবার তা চরমে ওঠে৷ অভিযোগ, বচসা চলাকালীনই মেহতাব তাঁর ছেলে নাজিরকে লক্ষ্য় করে একটি বোমা ছোড়েন। হাত দিয়ে সেটি আটকাতে যায় নাজির৷ কিন্তু বোমাটি ফেটে যায়। ঘটনায় আহত হন বাবা, ছেলে দু’জনেই৷