পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

শবরদের পাশে দাঁড়াল স্বরাজ ইন্ডিয়া - জনজাতি মানুষ

কৃষক সংগঠন স্বরাজ ইন্ডিয়ার পক্ষ থেকে শবর সহ অন্যান্য জনজাতি র মানুষের অন্নসংস্থানও করা হচ্ছে । ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রাম , উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে।

Swaraj India
স্বরাজ ইন্ডিয়া

By

Published : Apr 24, 2020, 12:42 AM IST

কলকাতা, 23 এপ্রিল: রাজ্যের দুস্থদের পাশে দাঁড়াল কৃষক সংগঠন স্বরাজ ইন্ডিয়া । তা ছাড়া এই সংগঠনের পক্ষ থেকে শবর সহ অন্যান্য জনজাতির মানুষের অন্নসংস্থানও করা হচ্ছে ।


স্বরাজ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভীক সাহা বলেন যে, "ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই জেলার প্রান্তিক ও অসহায় মানুষদের খাদ্য ও রেশন পৌঁছানোর কাজ চলছে। বিভিন্ন এলাকা যেমন, নৃপেন মল্লিক, গাইঘাটা, বাছুরডোবা, মাকিনপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় শবর সহ অন্যান্য জনজাতি পরিবারের হাতে চাল, ডাল, কুমড়ো, সাবান, সোয়াবিন সহ বেশ কিছু প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।"

লকডাউনের জেরে বন্ধ সব ধরনের কাজকর্ম। আর এর ফলে অনেকেই মসস্যায় পড়েছেন । সংগঠনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বাস করা দুস্থ ও সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষজনকে চিহ্নিত করে তালিকাভুক্ত করা হচ্ছে। রাজ্য সরকারের কাছে এঁদের অবস্থার কথা জানিয়ে ত্রাণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এঁদের কাছে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাও চলছে। বিভিন্ন রেশন দোকানের মাধ্যমে যাতে এঁরা নিয়মিত রেশন পান তাঁর ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই সংগঠনের পক্ষ থেকে ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় ত্রাণ সামগ্রী পাঠানোর কাজ চলছে।


ABOUT THE AUTHOR

...view details