কলকাতা, 16 মে: বেসরকারি বাসের ভাড়া বাড়ছে না। আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না। তবে অন্যভাবে বাস মালিকদের সাহায্য করবে রাজ্য সরকার।
সম্প্রতি বেসরকারি বাসগুলির ভাড়া বাড়িয়ে রাস্তায় নামতে পারে বলে জানা যায়। বাস সংগঠনগুলির বক্তব্য ছিল, সরকারি নির্দেশিকা অনুযায়ী একটি বাসে 20 জন যাত্রী হলে তাদের লাভ তো হবেই না, উলটে আর্থিক ক্ষতি হয়ে যাবে। এমত অবস্থায় কয়েক গুণ ভাড়া বাড়িয়ে পথে বাস নামতে চেয়েছিল তারা। জানা গিয়েছিল, ন্যূনতম ভাড়া হতে চলেছে 30 টাকা। এবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না।
শুক্রবার নবান্নে মন্ত্রী বলেন, "যেমন সরকারি বাসের ভাড়া বাড়ানো হয়নি, তেমনই বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তবে, বেসরকারি বাস মালিকদের অন্যভাবে সহযোগিতা করতে প্রস্তুত সরকার। আমরা কাউকেই কষ্ট দিতে চাই না।"