পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বাড়ছে না বেসরকারি বাস, মিনিবাসের ভাড়া, জানালেন পরিবহন মন্ত্রী - কলকাতা

সরকারি বাসের মতোই বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হবে না বলে জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তবে সরকারি তরফে বাস মালিকদের সহযোগিতা করা হবে।

Private bus minibus fares are not increasing
কলকাতা

By

Published : May 16, 2020, 7:00 PM IST

Updated : May 16, 2020, 7:08 PM IST

কলকাতা, 16 মে: বেসরকারি বাসের ভাড়া বাড়ছে না। আজ নবান্নে একটি সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না। তবে অন্যভাবে বাস মালিকদের সাহায্য করবে রাজ্য সরকার।

সম্প্রতি বেসরকারি বাসগুলির ভাড়া বাড়িয়ে রাস্তায় নামতে পারে বলে জানা যায়। বাস সংগঠনগুলির বক্তব্য ছিল, সরকারি নির্দেশিকা অনুযায়ী একটি বাসে 20 জন যাত্রী হলে তাদের লাভ তো হবেই না, উলটে আর্থিক ক্ষতি হয়ে যাবে। এমত অবস্থায় কয়েক গুণ ভাড়া বাড়িয়ে পথে বাস নামতে চেয়েছিল তারা। জানা গিয়েছিল, ন্যূনতম ভাড়া হতে চলেছে 30 টাকা। এবার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না।

শুক্রবার নবান্নে মন্ত্রী বলেন, "যেমন সরকারি বাসের ভাড়া বাড়ানো হয়নি, তেমনই বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রেও ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হবে না। তবে, বেসরকারি বাস মালিকদের অন্যভাবে সহযোগিতা করতে প্রস্তুত সরকার। আমরা কাউকেই কষ্ট দিতে চাই না।"

বাস মালিকদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, "সরকারের তরফে কাউকে চাপ দেওয়া হবে না। আপাতত পরিবহন-ঘাটতি সরকারি বাস দিয়েই পূরণ করার চেষ্টা হবে।"

শনিবার পরিবহন মন্ত্রী জানান, সরকারি বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে। এর ফলে আগামী সপ্তাহ থেকে 1 ঘণ্টার বদলে আধ ঘণ্টা অন্তর বিভিন্ন রুটে সরকারি বাস মিলবে। সকাল 7 টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত থাকবে বাস পরিষেবা। কনটেনমেন্ট জোনের বাইরে চলবে গণপরিবহন। বাসে যাত্রী তোলার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। অর্থাৎ, 20 জনের বেশি যাত্রী তোলা যাবে না।

ধীরসুস্থে যাবতীয় গণপরিবহনকেই যে পথে নামাতে চাইছে সরকার তা আজ পরিবহন মন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়ে যায়। তিনি বলেন, "ইতিমধ্যে পথে নেমেছে অ্যাপ ক্যাব। এবার আরও 1 হাজার অ্যাপ ক্যাব শহরের রাস্তায় চলবে। পরিকল্পনা ও আলোচনার মধ্য দিয়ে অটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।"

পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এক বগির ট্রাম চালানো যায় কি না তাও খতিয়ে দেখছে পরিবহন দপ্তর।

Last Updated : May 16, 2020, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details