কলকাতা, 1 সেপ্টেম্বর:পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী (Partha Body Guard) বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের 10 জনকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়া নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে (Primary teacher recruitment scam)৷ সেই মামলায় হাইকোর্টের নির্দেশে আজ নিজাম প্যালেসে (CBI) হাজিরা দিলেন 8 জন । 21 সেপ্টেম্বর মধ্যে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সিবিআইকে আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
আজই সিবিআই-এর অফিসে হাজিরা দিয়েছেন তাঁরা । 8 জনকেই জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়েছে যে, আজ দুপুর সাড়ে 12টা থেকে চলছে জিজ্ঞাসাবাদ ৷ 21 সেপ্টেম্বরের মধ্যে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত রিপোর্ট সিবিআই-কে আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্পূর্ণ বেআইনি ভাবে করা দ্বিতীয় নিয়োগ তালিকা সংক্রান্ত সিএফএসএল রিপোর্ট, বোর্ড মিটিঙের সিদ্ধান্তে মানিক ভট্টাচার্যের স্বাক্ষর সংক্রান্ত ফরেনসিক রিপোর্ট 21 সেপ্টেম্বরের মধ্যে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের 10 জনের চাকরি সংক্রান্ত মেধা তালিকার নম্বর বিভাজন-সহ বিশদ তথ্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।
আরও পড়ুন:সংশোধনাগারেই থাকতে চাইছেন অর্পিতা, নেপথ্যে কী রহস্য ?
প্রাথমিক পর্ষদের অফিসে গিয়ে নথি খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন তিনি । মামলাকারীর দুই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও ফিরদৌস শামিম এবং বোর্ডের 2 আইনজীবী প্রাথমিক পর্ষদের অফিসে গিয়ে নথি খতিয়ে দেখে রিপোর্ট পেশ করবেন আদালতে । আগামী 21 সেপ্টেম্বর মধ্যে এই রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।