কলকাতা, 27 ডিসেম্বর :প্রেসিডেন্সি জেল থেকে উধাও বন্দি ! অবিলম্বে খুঁজে দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পরিবার । কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কিষান কাপুর ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চে আবেদন করেছে ওই বন্দির পরিবার (family files a case in calcutta hc to find a missing prisoner from presidency jail) । সোমবার এই মামলা শুনানি হয় ৷ সেখানে ডিভিশন বেঞ্চ 30 ডিসেম্বরের মধ্যে পুলিশকে এই ব্যাপারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ৷
আদালত সূত্রে খবর, গত 6 ডিসেম্বর হাওড়ার বাগনান এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যক্তিকে বেআইনি মদ বেচার অভিযোগে গ্রেফতার করে স্থানীয় থানার পুলিশ । তাঁকে উলুবেড়িয়া আদালতে পেশ করা হয় ৷ তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । 12 ডিসেম্বর শারীরিক সমস্যার কারণে তাঁকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তর করা হয় ।
21 ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে ৷ আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ার কারণে পরের দিন অর্থাৎ 22 ডিসেম্বর তাঁকে ছাড়ানোর জন্য প্রেসিডেন্সি জেলে যায় তাঁর পরিবার । পরিবারের অভিযোগ, দীর্ঘসময় বসিয়ে রাখার পর জানানো হয় রঞ্জিত ভৌমিককে গতকাল অর্থাৎ 21 ডিসেম্বর জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে (Prisoner Missing from Kolkata Jail) ।