কলকাতা, 26 ফেব্রুয়ারি: বিহারেই হাত পেকেছিল জালনোট কারবারের । বাংলাদেশ থেকে আসা জাল নোট ছড়িয়ে দেবার পরিকল্পনা ছিল তিনজনের । মুম্বই থেকে পুরো কারবার চালানোর ছক ছিল । এমন তিনজন গ্রেপ্তার হল কলকাতায় । তাদের কাছে উদ্ধার হয়েছে পাঁচ লাখের জাল নোট ।
বিহার থেকে মুম্বইয়ে জালনোটের কারবার, কলকাতায় আটক 3 - জালনোটের কারবার
জাল নোট চক্রে জড়িত সন্দেহে 3 জনকে আটক করেছে কলকাতা পুলিশ । তাদের নাম মহম্মদ শহিদ(৩৪), মহম্মদ সালিম শেখ(৩৬) এবং আনজার শেখ(৩৬)। তারা তিনজনেই আদতে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।
![বিহার থেকে মুম্বইয়ে জালনোটের কারবার, কলকাতায় আটক 3 fakenote](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6206268-thumbnail-3x2-fake.jpg)
জালনোট
কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দাদের কাছে খবর ছিল জাল নোট ঢুকছে কলকাতায়। মালদা থেকে শহরে ঢোকা যায় এমন প্রত্যেকটি পয়েন্টে নজর রাখা হচ্ছিল। কিন্তু গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে ওই জাল নোট পাচারকারী নির্দিষ্ট ব্যক্তিদের হাটে জালনোট তুলে দিতে সক্ষম হয় ।
গতরাতে মদন থানা এলাকার মেয়ো রোড চত্বরে আটক করা হয় তিনজনকে। তাদের নাম মহম্মদ শহিদ(৩৪), মহম্মদ সালিম শেখ(৩৬) এবং আনজার শেখ(৩৬)। তারা তিনজনেই আদতে বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।