পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আপনি যে টয়লেট ক্লিনার ব্যবহার করছেন তা আসল তো ? - কলকাতা

আপনি যে সব টয়লেট ক্লিনার ব্যবহার করছেন, তার বেশিরভাগই নকল ৷ তেমনই এক নকল সামগ্রী তৈরির চক্রের পর্দা ফাঁস করল পুলিশ ৷ জোড়াসাঁকো এলাকায় তৈরি হয়েছে নকল টয়লেট ক্লিনারের কারখানা ৷

নকল টয়লেট ক্লিনার
নকল টয়লেট ক্লিনার

By

Published : Dec 14, 2019, 10:39 AM IST

কলকাতা, 14 ডিসেম্বর : দু'ফোঁটাতেই টয়লেট হবে ঝকঝকে ৷ এমন অনেক বিজ্ঞাপনই দেখা যায় ৷ তাতে টয়লেট সাফসুতরো হয় ঠিকই ৷ কিন্তু, সব ক্ষেত্রে তা হয় কি ? বাস্তব অভিজ্ঞতা বলছে, না ৷ কারণ, আপনি যে সব টয়লেট ক্লিনার ব্যবহার করছেন, তার বেশিরভাগই নকল ৷ তেমনই এক নকল সামগ্রী তৈরির চক্রের পর্দা ফাঁস করল পুলিশ ৷

কলকাতা পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সম্প্রতি খবর পায়, জাল হচ্ছে টয়লেট ক্লিনার ৷ জানা যায়, জোড়াসাঁকো এলাকায় তৈরি হয়েছে নকল টয়লেট ক্লিনারের কারখানা ৷ গতকাল সেখানে অভিযান চালায় পুলিশ ৷ তাতে পর্দা ফাঁস হয়েছে চক্রের ৷ পুলিশ ওই কারখানার মালিকদের গ্রেপ্তার করতে পারেনি ৷ পুলিশি হামলার খবর পেয়ে তারা পলাতক ৷ তবে কোম্পানির নকল টয়লেট ক্লিনার বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে কয়েকটি মেশিনও ৷

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, যে পরিমাণ নকল টয়লেট ক্লিনার বাজেয়াপ্ত হয়েছে, তার মূল্য লক্ষাধিক টাকা ৷ ওই কারখাতে তৈরি হত নকল টয়লেট ক্লিনার ৷ তা কন্টেনারে ভরে পাচার করা হত বাজারে ৷ মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details