কলকাতা, ৩ জুলাই: ফের কলকাতায় জালনোট চক্রের পর্দা ফাঁস। রেড করিডর মালদা থেকে জাল নোট আনা হয়েছিল কলকাতায়। কথা ছিল, ওই নোট তুলে দেওয়া হবে নির্দিষ্ট আড়কাঠির হাতে। কিন্তু তার আগেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে গেল তিন চক্রী।
পুলিশ সূত্রে খবর, জালনোট চক্রের পাণ্ডারা কলকাতাকে মূলত ব্যবহার করছে 'ট্রানজিট পয়েন্ট' হিসেবে। মূলত মালদা থেকে আসা জাল নোট কলকাতাতেই হাত বদল হচ্ছে। বিহার,উত্তরপ্রদেশ থেকে আসছে চক্রের আড়কাঠিরা। দক্ষিণ ভারত থেকে আসছে জাল টাকা চক্রের কারবারিরা।
আরও পড়ুন : ফের কলকাতায় জাল নোট চক্রের খোঁজ, ধৃত 2
দিন কয়েক আগেই এই জালনোট ব্যবসার অভিযোগেই তামিলনাড়ুর একটি দলকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। এবার অবশ্য কাদের হাতে টাকা তুলে দেওয়া হত, তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।