কলকাতা, 21 ডিসেম্বর : এবার কলকাতা পৌরনিগমের নির্বাচনে রেকর্ড গড়েছেন 66 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী ফৈয়াজ আহমেদ খান (tmc candidate faiz ahamed khan won in record margin) । তিনি জিতেছেন 62,045 ভোটে ৷ এর আগে কলকাতার পৌরভোটে এত ভোটে জেতার রেকর্ড কারও নেই ৷
যথারীতি বিরোধী দলগুলি অভিযোগ তুলেছে যে এই বিশাল মার্জিনে জয় প্রমাণ করে কী পরিমাণ সন্ত্রাস এবং রিগিং হয়েছিল নির্বাচনের দিন । তবে এই সব অভিযোগকে অবশ্য পাত্তা দিতেই চান না ফয়াজ আহমেদ খান, যিনি আবার রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খানের পুত্র ।
ইটিভি ভারতকে তিনি জানালেন যে গত রবিবার, অর্থাৎ ভোটের দিন ঠান্ডা একটু কম পড়লে আরও বেশি মার্জিনে জিততেন তিনি । তিনি বলেন, "সেদিন ঠান্ডাটা খুব বেশি পড়েছিল । তাই অনেক বয়স্ক মানুষ ভোট দিতে বেরোতে পারেননি । ওঁরাও ভোট দিলে আরও অন্তত পাঁচ হাজার বেশি ভোট জিততাম আমি ৷"