পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KMC Election 2021 : রেকর্ড ভোটে জিতেও ব্রাত্য ফৈয়াজ আহমেদ খান, ক্ষুব্ধ অনুগামীরা - কলকাতা পৌরভোট 2021

কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ‌রেকর্ড ভোটে জিতেও মেয়র পরিষদে জায়গা পেলেন না 66 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান (TMC Candidate Faiyaz Ahmed Khan) ৷ যা নিয়ে দলের অন্দরেই উঠছে বৈষম্যের অভিযোগ ৷

faiyaz ahmed khan does not get entry to mayor council even after record winning in kmc election 2021
KMC Election 2021 : রেকর্ড ভোটে জিতেও ‘ব্রাত্য’ ফৈয়াজ আহমেদ খান, ক্ষুব্ধ অনুগামীরা

By

Published : Dec 26, 2021, 7:30 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর : এবারের কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) ‌রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান (TMC Candidate Faiyaz Ahmed Khan) ৷ 62 হাজার 45 ভোটের ব্যবধানে সিপিএম প্রার্থী শাকিব আক্তারকে পরাজিত করেছেন ফৈয়াজ ৷ তারপরও মেয়র পরিষদে তাঁর জায়গা হয়নি ৷ শহরের কোনও বরো কমিটির চেয়ারম্যান হিসাবেও তাঁকে দায়িত্ব দেওয়া হয়নি ৷ এই ঘটনায় বৈষম্যের অভিযোগ উঠছে দলের অন্দরেই ৷

আরও পড়ুন :KMC Election 2021 Result : তাঁর গাঁথা উন্নয়নের সিঁড়ি বেয়েই বিপুল জয় তৃণমূলের, দাবি শোভনের

তথ্য বলছে, বারবার নিজেকে প্রমাণ করেছেন রাজ্যের মন্ত্রী জাভেদ খানের ছেলে ফৈয়াজ ৷ একুশের বিধানসভা নির্বাচনেও নিজের ওয়ার্ড থেকে দলকে প্রায় 50 হাজার ভোটের লিড দিয়েছেন তিনি ৷ 2019-এর লোকসভা নির্বাচনেও প্রায় 28 হাজার ভোটের লিড ছিল এই ওয়ার্ড থেকে ৷ গতবারের পৌরভোটেও 31 হাজার ভোট পেয়েছিলেন ফৈয়াজ ৷ তারপরও কলকাতা পৌরনিগমে গুরুত্বপূর্ণ কোনও পদে ঠাঁই পাননি তৃণমূলের এই তরুণ তুর্কী ৷

দলেরই এক সূত্রের দাবি, কলকাতার 66 নম্বর ওয়ার্ডে মাঝেমধ্যেই অশান্তি ছড়ায় ৷ তাই ভোটের ময়দানে দলকে সাফল্য এনে দিলেও ফৈয়াজকে সামনে আনতে দ্বিধা রয়েছে নেতৃত্বের মধ্যে ৷ সেক্ষেত্রে দলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ কিন্তু, তার জেরে ফৈয়াজ অনুগামীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে ৷ অন্য এক পক্ষের দাবি, আসলে কসবা, বালিগঞ্জ-সহ দক্ষিণ কলকাতার যেসব অঞ্চল বিধানসভা ভোটে বা পৌর নির্বাচনে দলকে লিড দেয়, সেখানকার নেতাদের কোনও দিনই বাড়তি গুরুত্ব দেওয়া হয় না ! বস্তুত, রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বাদ দিলে‌ এই অঞ্চল থেকে মন্ত্রী হিসেবে একমাত্র উঠে আসতে পেরেছেন জাভেদ খান ৷ যিনি কিনা ফৈয়াজ আহমেদ খানেরই বাবা ৷

আরও পড়ুন :Mayor Of Kolkata Corporation : অতীনকে ডেপুটি নিয়ে ফের মেয়র ফিরহাদ, চেয়ারপার্সন থাকলেন মালা

অন্যদিকে, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম বা পার্থ চট্টোপাধ্যায়রা বরাবরই মন্ত্রী থেকেছেন ৷ উত্তর কলকাতার প্রতিনিধি হোন বা দক্ষিণের, দলে তাঁদের গুরুত্ব বরাবরই বেশি ৷ আর তাই এবারও দলের কাছে ব্রাত্যই রয়ে গেলেন ফৈয়াজ আহমেদ খান ৷

ABOUT THE AUTHOR

...view details