পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থ, সেকারণেই সরানো হল স্বাস্থ্য দপ্তরের সচিবকে ? - Dengue

সরানো হল স্বাস্থ্য দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষকে । তাঁর বদলে সচিব হিসেবে এই দপ্তরের দায়িত্ব পেলেন বিবেক কুমার । ডেঙ্গি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই কী সংঘিত্রাকে সরিয়ে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বিবেকের উপর আস্থা রাখা হল, উঠছে প্রশ্ন ।

নবান্ন
নবান্ন

By

Published : Dec 3, 2019, 1:54 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর : সরানো হল রাজ্য স্বাস্থ্য দপ্তরের সচিব সংঘমিত্রা ঘোষকে । তাঁর বদলে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে এলেন বিবেক কুমার । কী কারণে এই বদল তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা ।

রাজ্যজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট নবান্ন । এই অবস্থায় স্বাস্থ্য সচিবকে সরানোর কারণ নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা । অনেকেই মনে করছেন, ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তিনি, আর সেকারণেই সরানো হয়েছে তাঁকে । স্বাস্থ্য দপ্তর খুইয়ে তিনি ফিরে গেলেন তাঁর পুরোনো দপ্তর নারী ও শিশু কল্যাণে ।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পদে ছিলেন বিবেক কুমার । সেই দপ্তরের পাশাপাশি সচিব হিসেবে এবার থেকে স্বাস্থ্য দপ্তরটিও দেখবেন তিনি । প্রসঙ্গত, বিবেক কুমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই খবর । ফলে ডেঙ্গির প্রকোপ নিয়ন্ত্রণের জন্য বিবেক কুমারের উপরেই না কি নির্ভর করছেন তিনি ।

অন্যদিকে, সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের সচিব পদেরও পরিবর্তন হয়েছে । নতুন সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের সচিব হয়েছেন বিনোদ কুমার ।

ABOUT THE AUTHOR

...view details