কলকাতা, 22 অগস্ট: জন্মদিনে ডোনা গঙ্গোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল লকড ছিল ৷ শেষ পর্যন্ত অবশ্য প্রোফাইলটি খুলে দেওয়া হয় ৷ কিন্তু কেন লকড ছিল ? তা জানা নেই বলেই ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন সৌরভ ঘরনি ৷ রবিবার, 22 অগস্ট জন্মদিন ওডিশি নৃত্যশিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনার ৷ এদিকে আগের দিন রাত 12টা থেকে তাঁর ফেসবুক প্রোফাইল লকড ছিল ৷ ফলে টাইমলাইনে কিংবা মেসেঞ্জারে ডোনাকে তাঁর ছাত্রছাত্রী, আত্মীয়স্বজন কিংবা পরিচিতরা শুভেচ্ছা জানাতে পারছিলেন না ৷ অপরপক্ষে ডোনাও তাঁদের জবাব দিতে পারছিলেন না ৷
সম্প্রতি লন্ডনে গিয়েও ফেসবুকে সক্রিয় ছিলেন ডোনা ৷ লর্ডসে ভারত-ইংল্যান্ড ম্যাচ দেখার ফাঁকে সৌরভের ছবি তুলে পোস্ট করেছিলেন ফেসবুকেই ৷ ক্যাপশান দিয়েছিলেন- লর্ডসে সৌরভ ৷ নেটাগরিকদের সেই ছবি বেজায় পছন্দ হয়েছিল ৷ লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছিল ৷ সাধারণত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ডোনার ফেসবুক প্রোফাইল গতকাল রাত থেকে আচমকা লকড হয়ে যায় ৷ ঘটনাটি জন্মদিনে বেশি করে বিরক্ত হয়েছিলেন ডোনা ৷