পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তিন মাস মেয়াদ বাড়ল রবীন্দ্রভারতীর উপাচার্যের - রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ

আগামীকাল শেষ হওয়ার কথা ছিল উপাচার্য পদের মেয়াদ । আজ সেই মেয়াদ আরও তিন মাস বাড়ানো হল ।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

By

Published : Dec 17, 2020, 7:56 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : এই মাসেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরির। তার আগেই উপাচার্য পদের মেয়াদ তিন মাস বাড়ানো হল। আজ একটি টুইট করে মেয়াদ বৃদ্ধির কথা জানান রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীপ ধনকড়।

18 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল মেয়াদ শেষ হওয়ার কথা ছিল রবীন্দ্রভারতীর বর্তমান উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরির। উপাচার্য পদে সব্যসাচীবাবুর মেয়াদ ছয় মাস আগেই শেষ হয়ে যাওয়ায় ছয় মাসের জন্য মেয়াদ বাড়ানো হয়েছিল। সেই মেয়াদই শেষ হয়ে যাচ্ছিল আগামীকাল। তার আগেই আজ টুইট করে আরও তিনমাস মেয়াদ বৃদ্ধির কথা জানান আচার্য।

এদিনের টুইটে জগদীপ ধনকড় লেখেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরিকে 18 ডিসেম্বর থেকে তিন মাসের জন্য উপাচার্য হিসেবে বহাল থাকার অনুমতি দেওয়া হচ্ছে অথবা পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত্ত । যেটা প্রথমে হয় । আচার্য টুইট করলেও এদিন দুপুর পর্যন্ত সব্যসাচী বসু রায়চৌধুরির কাছে রাজ্য সরকারের থেকে এই মর্মে কোনও লিখিত নির্দেশ পৌঁছায়নি বলে জানা গেছে । অন্যদিকে, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শংকর ঘোষের মেয়াদ 28 ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। তাঁর ক্ষেত্রেও মেয়াদ বাড়ানো হয়, নাকি নতুন কাউকে উপাচার্য পদের জন্য নির্বাচন করা হয় তাই এখন দেখার।

ABOUT THE AUTHOR

...view details