কলকাতা, 14 মে : দীর্ঘদিন ধরে কলকাতার শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য বৃদ্ধির অভিযোগ উঠছে ৷ শহরের বুকে সিন্ডিকেট রাজ এবং সেই সিন্ডিকেট রাজকে কেন্দ্র করেই মূলত হাতাহাতি গুলি চলা থেকে শুরু করে বোমাবাজির ঘটনা সামনে এসেছে অতীতে ৷ ফলে কলকাতার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ৷ প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি কলকাতায় দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে লালবাজার ? এমনকি শহরে গুন্ডা দমনে কোথাও একটা ব্যর্থ হচ্ছে লালবাজার, তা মেনেও নিয়েছেন আইপিএস মহলের বেশ কয়েকজন ৷ তাই লালবাজারের গোয়েন্দা বিভাগে পুরনো অভিজ্ঞ আধিকারিকদের ফেরানো হচ্ছে (Experienced Officers are Being Sent Back to Lalbazar to Control Crime) ৷
ইতিমধ্যেই বেশ কয়েকটি থানার অফিসার ইনচার্জ পরিবর্তন করা হয়েছে ৷ লালবাজার সূত্রে খবর, কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে আরও সক্রিয় করার কাজ চলছে ৷ সাইবার ক্রাইম থানার অফিসার ইনচার্জ পরিবর্তন করা হয়েছে ৷ মূলত সাইবার ক্রাইমের জ্ঞান রয়েছে এবং দীর্ঘকাল কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৷ অতীতেও কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করেছেন ৷ কিন্তু, বর্তমানে কোনও থানার অফিসার ইনচার্জ হিসেবে রয়েছেন ৷ এই প্রকারের পুলিশ আধিকারিকদের ইতিমধ্যেই গোয়েন্দা বিভাগের বিভিন্ন দফতরে ফিরিয়ে আনা হয়েছে (Experienced Officers are Being Sent Back to Lalbazar to Control Crime) ৷
আরও পড়ুন : Syndicate Clash at Kolkata : কলকাতায় সৌগত রায়ের বাড়ির সামনে সিন্ডিকেট দৌরাত্ম্য