পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

NEET-JEE : সাহেবগঞ্জ থেকে পটনা চলাচল করবে এগজ়ামিনেশন স্পেশাল

NEET ও JEE পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পটনা থেকে সাহেবগঞ্জের মধ্যে এগজ়ামিনেশন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের ।

By

Published : Sep 11, 2020, 10:12 PM IST

Examination Special
প্রতীকী ছবি

কলকাতা, 11 সেপ্টেম্বর : এবার জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন মেইন (JEE) ও ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET) জন্য বিশেষ ট্রেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল । 13 সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে NEET-JEE । তাই পরীক্ষার্থীদের যাতায়াতে সুবিধার জন্য বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল ।

03413/03414 সাহেবগঞ্জ - পটনা এগজ়ামিনেশন স্পেশালটি চালানো হবে । এটি একটি সংরক্ষিত আসনের ট্রেন।

03413 সাহেবগঞ্জ - পটনা এগজ়ামিনেশন স্পেশাল ট্রেনটি 12 সেপ্টেম্বর সাহেবগঞ্জ থেকে রাত 9:45 মিনিটে ছাড়বে । ট্রেনটি পটনা জংশন পৌঁছাবে পরের দিন অর্থাৎ 13 সেপ্টেম্বর ভোর 4: 45 মিনিটে ।

03414 পটনা - সাহেবগঞ্জ এগজ়ামিনেশন স্পেশাল ট্রেনটি 13 সেপ্টেম্বর পাটনা থেকে রাত 8: 55 মিনিটে ছাড়বে । ট্রেনটি সাহেবগঞ্জ স্টেশন পৌঁছাবে 14 সেপ্টেম্বর ভোর 4:15 মিনিটে ।

যাতায়াতের পথে এই ট্রেনটি পিরপাইনটি, শিবানারায়ণপুর, কাহালগাঁও, সাবউর, ভাগলপুর, সুলতানগঞ্জ, বাড়িয়ারপুর, জামালপুর, অভাইপুর, কাজরা, কিউল, বেরহিয়া, মোকামা, বারহ, বাকতিয়ারপুর, ফতুহা, পাটনা সাহেব ও রাজেন্দ্রনগর স্টেশনে থামবে।

আরও পড়ুন :12 সেপ্টেম্বর থেকে আরও 40 জোড়া স্পেশাল ট্রেন

অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে পূর্বে 12 সেপ্টেম্বর লকডাউন ঘোষণা হওয়ার ফলে সেদিন যে ট্রেনগুলি বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়েছিল সেই ট্রেনগুলি 12 সেপ্টেম্বর চলাচল করবে । তবে যাত্রী অভাবে 12 সেপ্টেম্বর 02021/02022 হাওড়া - বারবিল স্পেশাল ট্রেনটি বাতিল থাকছে ।

এর আগে 5 সেপ্টেম্বর রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব 40 জোড়া বাড়তি স্পেশাল ট্রেন চালু করার ঘোষণা করার সময় বলেছিলেন, পরীক্ষা বা সমতুল্য কোনও কারণে কোনও রাজ্যে বাড়তি স্পেশাল ট্রেনের দরকার পড়লে সেখানে অতিরিক্ত ট্রেন চালানো হবে । সেই ঘোষণার প্রেক্ষিতেই আজ 03413/03414 সাহেবগঞ্জ - পাটনা এগজ়ামিনেশন স্পেশাল ট্রেনটির ঘোষণা করল পূর্ব রেল ।

ABOUT THE AUTHOR

...view details