কলকাতা, 28 ডিসেম্বর: শেষ হয়েছে মাধ্যমিকের (madhyamik 2022) টেস্ট পরীক্ষা । এ বার শুরু হবে রেজিস্ট্রেশনের পালা । এ বছর কনভেনরদের (exam conveners of madhyamik) দেওয়া হচ্ছে বাড়তি দায়িত্ব ৷ প্রশাসনিক দায়িত্ব পালন ছাড়াও করোনাবিধি মানা হচ্ছে কি না, তাও খতিয়ে দেখবেন তাঁরা ৷
গত বছর করোনা আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল । তবে 2022 সালে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এখনও পর্যন্ত সেটাই ঠিক রয়েছে ৷ তবে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে তখন সেইমতো সিদ্ধান্ত নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল পর্ষদ এবং সংসদ । মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরেই শুরু হতে চলেছে মাধ্যমিকের পড়ুয়াদের রেজিস্ট্রেশন । করোনাকালে বাড়ানো হয়েছে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা । রাজ্যের সবক'টি জেলা মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে এ বার থাকছে মোট 24 জন কনভেনর (exam conveners to be given additional responsibilities during madhyamik)। এই 24 জন আহ্বায়ককে দেওয়া হবে বাড়তি দায়িত্ব (additional responsibilities of exam conveners)।
আরও পড়ুন:Madhyamik Test 2022 : মাধ্যমিকেও টেস্ট বাধ্যতামূলক, ফের পরীক্ষা বাতিলের সংকেত ?