কলকাতা, 11 অগাস্ট : কলকাতা হাইকোর্টে নতুন আবেদন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের । তাঁর গ্রেপ্তারিতে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবজের নির্দেশ রোজ়ভ্যালি সহ অন্য চিটফান্ড মামলাতেও কার্যকর করা হোক । বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে এই আবেদন জানিয়েছেন রাজীব । মঙ্গলবার সেই আবেদনের শুনানির সম্ভাবনা ।
সারদায় রক্ষাকবজ থাকলেও রোজ়ভ্যালিতে গ্রেপ্তারির আশঙ্কা, হাইকোর্টে রাজীব কুমার
কলকাতা হাইকোর্টে নতুন আবেদন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের । তাঁর গ্রেপ্তারিতে কলকাতা হাইকোর্টের দেওয়া রক্ষাকবজের নির্দেশ রোজ়ভ্যালি সহ অন্য চিটফান্ড মামলাতেও কার্যকর করা হোক । বিচারপতি মধুমতি মিত্রের এজলাসে এই আবেদন জানিয়েছেন রাজীব । মঙ্গলবার সেই আবেদনের শুনানির সম্ভাবনা ।
30 মে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশে জানায়, CBI আপাতত রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না । তবে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে CBI-কে সহযোগিতা করতে হবে রাজীব কুমারকে । পাশাপাশি আদালত শর্ত দেয়, রাজীব কুমার কলকাতার বাইরে যেতে পারবেন না । এরপর হাইকোর্ট একাধিকবার রাজীব কুমারের সুরক্ষা কবচ বাড়িয়েছে । শুক্রবার বিচারপতি মধুমতী মিত্র রাজীব কুমারের গ্রেপ্তারির রক্ষাকবজ 20 অগাস্ট পর্যন্ত বাড়িয়েছেন । কিন্ত, এরই মধ্যে রোজ়ভ্যালি চিটফান্ড সংক্রান্ত মামলায় রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে 7 অগাস্ট নোটিশ পাঠায় CBI । কিন্ত যেহেতু হাইকোর্টের নির্দেশ রাজীব কলকাতার বাইরে যেতে পারবেন না, তাই তিনি CBI-র কাছে একমাস সময় চেয়েছেন ।
এদিকে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, CBI যদি নতুন করে কোনও নোটিশ পাঠায় রাজীব কুমারকে তাহলে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন । এরপরই CBI যাতে অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার করতে না পারে তার আবেদন জানালেন হাইকোর্টে । বিচারপতি মধুমতী মিত্র সেই আবেদন গ্রহণ করেছেন । হাইকোর্টে সারদা চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানি রয়েছে মঙ্গলবার । ফলে মঙ্গলবারই এই আবেদনেরও শুনানি হবে বলে মনে করা হচ্ছে ।