কলকাতা, 22 এপ্রিল : দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন বাংলার ক্রিকেট দলের কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল । 2 মে তাঁর দীর্ঘদিনের বান্ধবী বুলবুল সাহার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন ময়দানের ‘লাল জি’ (Bengal Cricket Team Coach Arun Lal to tie knot His Friend Bulbul Saha on 2 May) ৷ তাঁর প্রথম স্ত্রী দেবযানী লাল অসুস্থ ৷ সেই কথা জানেন বুলবুলও ৷ সূত্রের খবর, দেবযানীর অনুমতি নিয়েই অরুণ লাল এবং বুলবুল গাঁটছড়া বাঁধছেন ৷ কলকাতাতেই হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান ৷
অরুণ লাল যদিও তাঁর বিয়ের ব্যাপারে বিশেষ কিছু বলতে চাননি ৷ ‘ব্যক্তিগত’ বলে বিষয়টিকে এড়িয়ে গিয়েছেন ৷ শোনা যাচ্ছে, অরুণ লালের প্রথম স্ত্রী দেবযানীর এই বিয়েতে মত রয়েছে ৷ পাশাপাশি, বুলবুল দেবযানীর শুশ্রূষা করতে চান বলেও জানা গিয়েছে ৷ তবে, হঠাৎ করেই অরুণলাল এবং বুলবুলের এই সম্পর্ক নয় বলেই জানা যাচ্ছে ৷ তিনবছর আগে যে বার বাংলা রঞ্জি ফাইনাল খেলতে গিয়েছিল ৷ সেই সময়ও বুলবুল সাহা অরুণ লালের সঙ্গে ছিলেন ৷ সেই সময় দু’জনকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল ৷