কলকাতা, 27 নভেম্বর : ইতিমধ্যেই ঢাকে কাঠি পড়েছে কলকাতা পৌরনিগমের ভোটের (Kolkata Municipal Election) ৷ আগামী 19 ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে পৌর নির্বাচন ৷ শুক্রবারই এই নির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল ও বামফ্রন্ট ৷ এর ঠিক পরদিনই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন 75 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার বিলকিস বেগম (cpm-councillor Bilkis Begum joins tmc) ৷
শুক্রবার বামেরা যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে নাম ছিল না বিলকিস বেগমের (Bilkis Begum) ৷ শনিবার তৃণমূল নেতা ও রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি ৷ বামেদের প্রার্থী তালিকায় নাম না থাকাতেই তিনি যে সিপিএম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তা জানিয়ে দেন বিলকিস বেগম ৷ জানিয়েছেন, সিপিএমে সম্মান না পাওয়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায়কে দেখেও তিনি তৃণমূলে আসার সিদ্ধান্ত নিয়েছেন ৷