পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tala Bridge: টালায় সেতু উদ্বোধনের সকালেই পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

নতুন রূপে টালা ব্রিজের (Tala Bridge) উদ্বোধন হওয়ার আগেই বিপত্তি ৷ পুনর্বাসনের (Rehabilitation) দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভে (Agitation) বসলেন উচ্ছেদ হওয়া বাসিন্দারা ৷

evicted local people are agitating in demand of Rehabilitation before Tala Bridge inauguration
Tala Bridge: টালায় সেতু উদ্বোধনের সকালেই পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

By

Published : Sep 22, 2022, 3:43 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর:উদ্বোধনের আগেই শুরু নয়া বিতর্ক ৷ বৃহস্পতিবার বিকেলে নতুন রূপে টালা ব্রিজের (Tala Bridge) উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ কিন্তু, তার আগেই পুনর্বাসনের (Rehabilitation) দাবিতে বিক্ষোভে বসলেন ব্রিজের কাজের জন্য উচ্ছেদ হওয়া বস্তিবাসী ৷ তাঁদের বক্তব্য, ব্রিজ উদ্বোধন করা হোক ৷ তাতে তাঁরা কোনও বাধা তৈরি করতে চান না ৷ সেই সঙ্গে, উদ্বোধনী মঞ্চ থেকে গৃহহারাদের জন্য স্থায়ী পুনর্বাসনও ঘোষণা করুন মুখ্যমন্ত্রী ৷

পুরনো টালা ব্রিজ লাগোয়া খালপাড়ে এবং আশপাশে দীর্ঘদিন ধরেই ঝুপড়িতে বসবাস করছেন বহু মানুষ ৷ এঁরা এখানকার দীর্ঘদিনের বাসিন্দা হলেও কারওরই কোনও বৈধ ঠিকানা নেই ৷ যে ঝুপড়িতে তাঁরা কয়েক দশক কাটিয়েছেন, তা আদতে দখলের জায়গায় তৈরি করা হয়েছিল ৷ তবুও টালা ব্রিজ ভেঙে নতুন করে তৈরি করার সময় তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্য়েই স্থায়ী পুনর্বাসন মিলবে ৷ তাই ব্রিজের কাজের জন্য তাঁরা যেন তাঁদের দখল করা জমি ছেড়ে দেন ৷

আরও পড়ুন:পিতৃপক্ষেই খুলছে টালা ব্রিজ, পরশু উদ্বোধন করবেন মমতা

বস্তিবাসীর দাবি, সরকারের প্রতিশ্রুতি পেয়েই তাঁরা ঝুপড়ি ছাড়তে রাজি হয়েছিলেন ৷ কিন্তু, সেই ঘটনার তিনমাসের মধ্যে তাঁদের কোনও স্থায়ী পুনর্বাসন দেওয়া হয়নি ৷ বরং অস্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হয়েছিল ৷ সেই বাসস্থানের অবস্থা এখন শোচনীয় ৷ এদিকে, ফের নতুন রূপে টালা ব্রিজ চালু হচ্ছে ৷ তাই তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী নিজেই তাঁদের সমস্যার স্থায়ী সমাধান করুন ৷

পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ উচ্ছেদ হওয়া বস্তিবাসীর ৷

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্থানীয় বিধায়ক তথা কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) জানান, পুনর্বাসনের জন্য অর্থ ইতিমধ্য়েই বরাদ্দ করা হয়েছে ৷ কিন্তু, সরকারের হাতে পর্যাপ্ত জমি নেই ৷ তাই রেলের কাছে জমি চাওয়া হয়েছে ৷ কিন্তু, রেল রাজ্যের সঙ্গে সহযোগিতা করছে না ৷ ফলে সমস্যা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার মাসিক ভাড়ার বিনিময়েও রেলের কাছ থেকে জমি নিতে রাজি আছে ৷ তা নিয়ে কথাবার্তা চলছে ৷ মেয়র নিজে বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন অতীন ৷

অন্যদিকে, বিক্ষোভকারীদের বক্তব্য হল, স্থায়ী পুনর্বাসনের প্রতিশ্রুতি না পেলে তাঁরা অবস্থান চালিয়ে যাবেন ৷ এদিকে, এই বিক্ষোভে নেতৃত্ব দিতে বিধাননগর থেকে কয়েকজন টালায় আসছিলেন ৷ আগে থেকে সেই খবর পেয়ে যাওয়ায় তিনজনকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details