কলকাতা, 18 অগস্ট: "কেউ ছাড়া পাবে না, সময়ে সব প্রমাণ হবে ৷" বৃহস্পতিবার আদালত চত্বরে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) ইডি-এর হাতে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এদিন এই মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত (14 days jail custody for Partha Chatterjee) ৷
14 দিনের জেল হেফাজত শেষে বৃহস্পতিবার কলকাতা পুলিশের শীততাপ নিয়ন্ত্রিত একটি গাড়িতে বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আদালত চত্বরে নামতেই এদিন এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন পার্থ ৷ তাৎপর্যপূর্ণভাবে গত 14 অগস্ট বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে গরু পাচার মামলায় সিবিআই'য়ের হাতে ধৃত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, তারপর থেকেই সিবিআই হেফাজতে থাকা অনুব্রতর শরীরী ভাষা অনেকটাই বদলে গিয়েছে । কিন্তু পার্থর ক্ষেত্রে বিষয়টি আলাদা ৷