কলকাতা, 15 ডিসেম্বর : বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন । শিয়ালদা ডিভিশনের বারাসত-হাসনাবাদ লাইনে ভ্যাবলা হল্ট স্টেশনে আজ সকালে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা । যার জেরে একটি ডাউন ট্রেন দেরিতে চলে । অন্যদিকে শিয়ালদা ডিভিশনের বারুইপুর-ডায়মন্ড হারবার লাইনের মাঝেরহাট স্টেশনে সকালে বিক্ষোভ দেখায় জনতা । ফলে ওই লাইনের বেশ কয়েকটি লোকাল দেরিতে চলে ।
পূর্ব রেল সূত্রে খবর, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের বিভিন্ন জায়গায় বহু মানুষ বিক্ষোভ দেখায় ৷ ফলে ব্যাহত হয় ট্রেন চলাচল । বিশেষ করে মালদা টাউন-নিউজলপাইগুড়ি লাইনে বালুকা রোড স্টেশন ও কুমেদপুর স্টেশনে সকাল থেকেই বিক্ষোভ চলে । অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখার আকরা ও নানগি স্টেশনে রেললাইন আটকে বিক্ষোভ দেখায় জনতা । বিক্ষোভের জেরে আটকে যায় পূর্ব রেলের অনেক ট্রেন ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ জনতার । শিয়ালদা মেইন লাইনে ও শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কয়েকটি স্টেশনে গতকাল বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা । সেই সঙ্গে হাওড়া, খড়্গপুর, মালদা ডিভিশন থেকে বিক্ষোভের খবর পাওয়া যায় । ট্রেন লাইনে আগুন ধরিয়ে বিক্ষোভ দেখানো হয় । কোথাও সিগনাল রুম, লেভেল ক্রসিংয়ে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা । যার জেরে গতকাল ব্যাহত হয় লোকাল সহ একাধিক দূরপাল্লা ট্রেন ।