পশ্চিমবঙ্গ

west bengal

''আমরা ভিখিরি নই'', NEET-JEE বৈঠকে GST ইশুতে কেন্দ্রকে আক্রমণ মমতার

By

Published : Aug 26, 2020, 3:00 PM IST

Updated : Aug 26, 2020, 3:27 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

15:05 August 26

কলকাতা, 26 অগাস্ট : কোরোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ঐক্যবদ্ধ বিরোধীরা । সোনিয়া গান্ধি ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে BJP বিরোধী দলগুলির ঐক্যে আরও একবার শান দিতে দেখা গেল । বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।" এর প্রতিবাদে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করা উচিত বলেও মনে করছেন তিনি । বলেন, "এর জন্য কেন্দ্র চাইলে তাঁদের গ্রেপ্তার করতে পারে ।"

  • পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ তৈরি চেষ্টা করা হচ্ছে ।
  • কোরোনা পরিস্থিতিতে পরীক্ষায় বেশ কিছু সমস্যা রয়েছে ।
  • যানবাহন ঠিকভাবে চলছে না ।
  • পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে অসুবিধা হবে পরীক্ষার্থীদের ।
  • কেন্দ্রের বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করা উচিত বলে মনে করছেন মুখ্যমন্ত্রী ।
  • এর জন্য কেন্দ্র চাইলে তাঁদের গ্রেপ্তার করতে পারে ।
  • সোনিয়া-মমতা বৈঠকে একজোট বিরোধীরা ।
  • কোরোনা পরিস্থিতিতে বিরোধীদের ঐক্য শান ।

14:46 August 26

  • 11 অগাস্ট অর্থমন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অর্থসচিব জানিয়েছিলেন, কেন্দ্র চলতি বছরের জন্য 14 শতাংশ বাধ্যতামূলক GST ক্ষতিপূরণ দেওয়ার মতো অবস্থায় নেই ।  
  • এই 14 শতাংশ GST দিতে অস্বীকার করা মোদী সরকারের কথার খেলাপ করা ছাড়া আর কিছু নয় । বললেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ।
  • জাতীয় শিক্ষানীতিতে বদল আদতে একটি বড়সড় ধাক্কা । এই সম্পর্কিত যে ঘোষণাগুলি করা হয়েছে, তা সত্যিই আমাদের জন্য একটা বড় ধাক্কা । এমনই মনে করছেন কংগ্রেস সুপ্রিমো ।
Last Updated : Aug 26, 2020, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details