কলকাতা, 4 জুলাই: সব কিছু ঠিকঠাক এগোলে খুব দ্রুত শহরের পথে দেখা যাবে পরিবেশবান্ধব নীল-সাদা অটো (Environment Friendly Blue-White Colour Auto in West Bengal) ৷ এমনই পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দফতর ৷ যদিও ইতিমধ্যেই শহরতলিতে পথে নেমেছে বেশ কিছু নীল-সাদা অটো ৷ তবে, শহরের পথে এখনই দেখা যাবে না এই নতুন পরিবেশবান্ধব অটো ৷
মূলত পরিবহণ থেকে যে দূষণ ছড়ায় তা কম করতেই রাজ্যে ধাপে ধাপে নামানো হবে পরিবেশবান্ধব এই অটোগুলি ৷ নীল-সাদা রঙ দেওয়ার বিষয়ে সম্প্রতি রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, পরিবহণ দফতরের গ্রিন অটো পথে নামানোর পরিকল্পনা রয়েছে ৷ সারা রাজ্যেই চলবে পরিবেশবান্ধব এই অটোগুলি ৷ তাই রাজ্যের যে থিম রঙ নীল-সাদা, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নয়া এই অটোগুলি রঙ করা হবে ৷