পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Blue-White Colour Auto: মুখ্যমন্ত্রীর প্রিয় রঙ নীল-সাদার ছোঁয়া এবার অটোতে - মুখ্যমন্ত্রী প্রিয় রঙ নীল সাদার ছোঁয়া রাজ্যের অটোয়

নীল-সাদা রঙের অটো চলবে রাজ্যে ৷ এমনই পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর ৷ তবে, কলকাতার রাস্তায় এখনই এই নীল-সাদা অটো দেখা যাবে না (Environment Friendly Blue-White Colour Auto in West Bengal) ৷

environment-friendly-blue-white-colour-auto-in-west-bengal
environment-friendly-blue-white-colour-auto-in-west-bengal

By

Published : Jul 4, 2022, 6:15 PM IST

কলকাতা, 4 জুলাই: সব কিছু ঠিকঠাক এগোলে খুব দ্রুত শহরের পথে দেখা যাবে পরিবেশবান্ধব নীল-সাদা অটো (Environment Friendly Blue-White Colour Auto in West Bengal) ৷ এমনই পরিকল্পনা নিয়েছে রাজ্য পরিবহণ দফতর ৷ যদিও ইতিমধ্যেই শহরতলিতে পথে নেমেছে বেশ কিছু নীল-সাদা অটো ৷ তবে, শহরের পথে এখনই দেখা যাবে না এই নতুন পরিবেশবান্ধব অটো ৷

মূলত পরিবহণ থেকে যে দূষণ ছড়ায় তা কম করতেই রাজ্যে ধাপে ধাপে নামানো হবে পরিবেশবান্ধব এই অটোগুলি ৷ নীল-সাদা রঙ দেওয়ার বিষয়ে সম্প্রতি রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, পরিবহণ দফতরের গ্রিন অটো পথে নামানোর পরিকল্পনা রয়েছে ৷ সারা রাজ্যেই চলবে পরিবেশবান্ধব এই অটোগুলি ৷ তাই রাজ্যের যে থিম রঙ নীল-সাদা, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নয়া এই অটোগুলি রঙ করা হবে ৷

পরিবহণ মন্ত্রী আরও জানিয়েছিলেন, দ্রুত এ নিয়ে কাজ শুরু হবে এবং নীতি কার্যকর করা হবে ৷ বর্তমানে অটোর রং নয় কালো-হলুদ নয়তো সবুজ-হলুদ ৷ সেই অটোগুলির রং বদলে নীল-সাদা করা হবে বলে তিনি জানান ৷

আরও পড়ুন:Biswa Bangla logo in School Uniform : রাজ্যের নির্দেশ মেনে পৌর স্কুলগুলিতেও নীল-সাদা জামা ও বিশ্ববাংলার লোগো

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর পছন্দের নীল-সাদা রঙে রাজ্যের প্রায় সর্বত্র রাঙিয়ে দেওয়া হয়েছে ৷ কয়েকমাস আগেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মে নীল সাদা রঙ ও বুক পকেটের উপর বিশ্ব বাংলার লোগো বসানোর প্রস্তাব এসেছে শিক্ষা দফতর থেকে ৷ এ বার রাজ্যের অটোগুলিও নীল-সাদা করার পরিকল্পনা নিয়েছে পরিবহণ দফতর ৷

ABOUT THE AUTHOR

...view details