কলকাতা, 27 জুন: ক্রমেই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । এই পরিস্থিতিতে দূরত্ববিধি বজায় রাখার অনুরোধ জানাচ্ছে চিকিৎসক মহল (Coronavirus surge)। তবে চিকিৎসা ক্ষেত্রেই কি মান্যতা দেওয়া সম্ভব হয় এই দূরত্ববিধির ? যাঁরা দন্ত চিকিৎসক, তাঁদের পক্ষে সম্ভব হয় কি এই দূরত্ববিধি বজায় রাখা ? কী বলছেন চিকিৎসকরা ৷
ঝুঁকি নিয়ে নিত্যদিনই রোগী দেখে যাচ্ছেন তাঁরা (Dentists to maintain covid rules)। চিকিৎসক মহাশ্বেতা সরকার জানিয়েছেন, "করোনার প্রকোপ যখন বেড়েছিল তখন আমি রোগী দেখার সংখ্যা কমিয়ে দিয়েছিলাম । যাতে দূরত্ববিধি বজায় থাকে । সব রোগীর থার্মাল চেকআপ করে তারপর সেই রোগীকে ভিতরে আসার অনুমতি দেওয়া হচ্ছিল । অনেক সময় দেখা যায় রোগীর দেহের তাপমাত্রা বেশি রয়েছে, তখন শিগগিরই তাঁকে বাড়ি পাঠিয়ে দিচ্ছিলাম । আবার অনেকের ক্ষেত্রে অনলাইনেই দেখে নিচ্ছিলাম । তবে স্কেলিং ও দাঁত বাঁধানোর যে প্রক্রিয়া তা বেশ কিছুদিন বন্ধ করা হয়েছিল । আবার সংক্রমণ বাড়ছে, ফলে এই সব নিয়ম মেনে চলতে হবে ।"
একই সমস্যা ত্বক বিশেষজ্ঞদেরও ৷ তাঁদের পক্ষে করোনাবিধি মেনে রোগীর চিকিৎসা করা খুবই কঠিন ৷ চিকিৎসকরা জানিয়েছেন, যতটা সম্ভব দূর থেকে রোগীকে দেখাতে হচ্ছে । সমস্যা হচ্ছে ঠিকই তবে মানিয়ে চলতে হবে । অনেক সময় ফোনে জিজ্ঞাস করে নেওয়া হচ্ছে কী সমস্যা । আবার অনেক ক্ষেত্রে জটিল কিছু হলে আগে তাঁকে সুস্থ করে তোলাই প্রধান লক্ষ্য থাকে ।