কলকাতা, 31 মার্চ: ইঞ্জিনিয়ারিংয়ের নয়া বর্ষে বিভিন্ন বিষয়ে ভরতি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাইয়ের জন্য ক্যাম্পাসে ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আগামী 3 এপ্রিল থেকে শুরু হবে সশরীরে নথি যাচাই। চলবে আগামী 20 এপ্রিল পর্যন্ত।
করোনা আবহে এখনও পড়ুয়াদের জন্য বন্ধ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পঠন-পাঠন, পরীক্ষা সবই হচ্ছে অনলাইনে । ভরতি প্রক্রিয়াও হয়েছিল সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। কিন্তু, অনলাইনে নথি যাচাই করার ক্ষেত্রে দেখা দেয় একাধিক সমস্যা। পড়ুয়ারা অনলাইনে নথি দেখালেও, তা আসল কি না তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছিল । যা নথি যাচাইয়ের মূল উদ্দেশ্যকেই ব্যর্থ করছিল। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ নতুন ভরতি হওয়া পড়ুয়াদের সশরীরে নথি যাচাই করা হবে ক্যাম্পাসে ডেকে।
সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথমেই ডাকা হয়েছিল বিজ্ঞান শাখার স্নাতকে ভরতি হওয়া পড়ুয়াদের। 15 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত চলে সেই প্রক্রিয়া। তখনই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছিলেন, ‘‘শুধু বিজ্ঞান শাখা নয়, একে একে প্রতিটি শাখাতেই হবে সশরীরে নথি যাচাই। সেই অনুযায়ী এবার ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তরের সকল কোর্সে ভরতি হওয়া পড়ুয়াদের ক্যাম্পাসে ডাকল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷