পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Moloy Ghatak : কয়লাপাচার কাণ্ডে তৃতীয়বার মলয় ঘটককে নোটিস ইডি-র - রুজিরা বন্দ্যোপাধ্য়ায়

কয়লাপাচার কাণ্ডে আবারও নোটিস পাঠানো হল রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে ৷ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিস পাঠাল ইডি ৷ এই নিয়ে তৃতীয়বার মলয়কে নোটিস পাঠাল তারা ৷

Enforcement Directorate summon Moloy Ghatak in coal scam case
Moloy Ghatak : কয়লাপাচার কাণ্ডে তৃতীয়বার মলয় ঘটককে নোটিস ইডি-র

By

Published : Sep 27, 2021, 2:48 PM IST

কলকাতা, 27 সেপ্টেম্বর :কয়লাপাচার কাণ্ডে (coal scam case) ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) তলব করল ইডি (Enforcement Directorate) ৷ দিল্লিতে সংস্থার কার্যালয়ে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হল তাঁকে ৷ এই নিয়ে তৃতীয়বার ইডি-র নোটিস পেলেন মলয় ৷ উল্লেখ্য, এর আগে দু’বার একই কারণে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল ৷ কিন্তু, নানা কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন মলয় ৷

আরও পড়ুন :Abhishek Banerjee: দিল্লি হাইকোর্টে ধাক্কা অভিষেক-রুজিরার, ইডির সমন থেকে রক্ষাকবচের আর্জি খারিজ

ইডি সূত্রে খবর, রাজ্যে কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ৷ তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, কয়লাপাচারে যোগ রয়েছে প্রভাবশালীদের ৷ এর স্বপক্ষে একাধিক নথিও ইডি-র হাতে এসেছে ৷ আর এই সূত্র ধরেই গোটা ঘটনায় জড়িয়ে গিয়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক ৷ এই যোগসূত্র কতটা সঠিক, সেই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য মলয়কে জেরা করাটা জরুরি ৷ আর সেই কারণেই তাঁকে বারবার দিল্লির সদর দফতরে ডেকে পাঠানো হচ্ছে ৷

আরও পড়ুন :Abhishek Banerjee : 10 পয়সার দুর্নীতি প্রমাণ হলেও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি অভিষেক

তবে তৃতীয়বার নোটিস পাওয়ার পরও রাজ্য়ের এই মন্ত্রী দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে যাবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে ওয়াকিবহাল মহলের ৷ প্রসঙ্গত, কয়লাপাচার কাণ্ডে ইতিমধ্যেই হেভিওয়েটদের জেরা করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইডি ৷ দিল্লিতে তাদের দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ যদিও একই ঘটনায় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়কে তলব করা হলেও সন্তান ছোট হওয়ায় দিল্লি যাননি তিনি ৷ বদলে কলকাতাতেই যাতে তাঁকে জেরা করা হয়, সেই আবেদন করেছেন রুজিরা ৷ তৃণমূলের অভিযোগ, রাজ্যে ক্ষমতা দখল করতে না পেরেই প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছে বিজেপি তথা কেন্দ্রীয় সরকার ৷ তাই তারা রাজ্য়ের নেতা (তৃণমূলের), মন্ত্রীদের পিছনে ইডি, সিবিআই লাগিয়ে দিচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details