বেলঘরিয়া, 27 জুলাই: ফের বিপুল টাকা উদ্ধার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৷ পার্থ 'ঘনিষ্ঠ' অভিনেত্রীর বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল নগদ 15 কোটি টাকা । এখনও পর্যন্ত ফ্ল্যাটের ভিতর চলছে টাকা গোনার কাজ । ইডি সূত্রের খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়বে । পাশাপাশি প্রায় 1 কোটি টাকার সোনাও উদ্ধার হয়েছে ৷
বুধবার ওই ফ্ল্যাটের লকার ভেঙে বের করে আনা হয় এই টাকা । পাশাপাশি খবর দেওয়া হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া'কে । সেখান থেকেই খবর যায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া'তে । এরপরেই বেলঘরিয়ার ফ্ল্যাটে আনা হয় টাকা গোনার অত্যাধুনিক মেশিন । সেকেন্ডে একশোটি নোট গোনার ক্ষমতাসম্পন্ন চারটি মেশিন দিয়ে শুরু হয় টাকা গোনার কাজ ।