কলকাতা, 25 জুলাই: পার্থ চট্টোপাধ্যায়ের নামে-বেনামে একাধিক সম্পত্তির হদিশ পাচ্ছেন গোয়েন্দারা । ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড় এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় প্রায় চার হাজার স্কোয়ার ফিটের জমি রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নামে । পাশাপাশি শান্তিনিকেতনে চার হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রয়েছে যার দাম কয়েক কোটি টাকা । এছাড়াও বীরভূমের বিভিন্ন জায়গায় রাজ্যের শিল্পমন্ত্রীর নামে 7টি বাড়ি এবং 20 বিঘা জমি রয়েছে (Enforcement Directorate finds huge amount of property of Partha Chatterjee) ।
তিলোত্তমা এবং তার পার্শ্ববর্তী শহরগুলিতেও একাধিক ফ্ল্যাট-জমি রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নামে । ইডি সূত্রে খবর, মূলত এই সমস্ত জায়গায় গিয়ে তল্লাশি অভিযান চালানো অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন গোয়েন্দারা ।