কলকাতা,15 অগাস্ট : আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন মহেন্দ্র সিং ধোনি । ক্রিকেটার, অধিনায়ক হিসেবে একযুগের বেশি সময় শুধু ভারতীয় ক্রিকেটকে সাফল্য দান করেননি, বিশ্ব ক্রিকেটেও রাজ করেছেন। এমন একটি ক্রিকেট ব্যক্তিত্বকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা যাদের আছে কি বলছেন তাঁরা :
''বর্ণময় যুগের অবসান'', মাহির অবসর নিয়ে বলছেন প্রাক্তনরা - প্রণব রায়
ভারতীয় ক্রিকেটে একটা যুগের শেষ হল ৷ আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্রিকেটের মাহি ৷ তাঁকে কাছ থেকে যারা দেখেছেন কী বলছেন মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ?
কেশব ব্যানার্জী(ধোনির কোচ): একটা গৌরবময় যুগ শেষ হয়ে গেল। 2004 থেকে 2020 সাল,লম্বা সময়ে আর্ন্তজাতিক ক্রিকেটের প্রতিটি টুর্নামেন্টে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পরেছে মাহি ৷ যা যে কোনও ক্রিকেটারের স্বপ্ন। তবে সিদ্ধান্তটা নিতেই হত। এই সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা মাহির পাওয়া উচিত ছিল। এবং সেটা সে নিয়েছে। কাউকে বলার সুযোগ দেয়নি। আমাকেও কোনও ইঙ্গিত দেয়নি। আর্ন্তজাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াল । IPL- এর মতো T20 ক্রিকেট টুর্নামেন্ট খেলবে। অর্থাৎ ওকে দেখার সুযোগ থাকছে। আমার মনে হয় নিজেকে ফিট রাখার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলবে। ঝাড়খণ্ডের নতুন প্রতিভার খোঁজার কাজে ওকে কাজে লাগানো দরকার । তবে একজন এত অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বকে কীভাবে কাজে লাগানো হবে তা প্রশাসকদের ভাবতে হবে। তবে একথা ঠিক ওর বিকল্প এত দ্রুত পাওয়া সম্ভব নয় । কারণ মহেন্দ্র সিং ধোনি একদিনে তৈরি হয়নি। তাই কে এল রাহুল, রিষভ পন্থদের মতো যাকেই সুযোগ দেওয়া হোক না কেন সময় দিতে হবে। পারলে ধোনি রহস্য জানতে মাহিকে কাজে লাগাতে হবে । সব ভালোর একটা শেষ থাকে। মাহির দীর্ঘ মনিমানিক্য খচিত ক্রিকেট জার্নি সেরকম একটা সমাপ্তি ।
প্রণব রায় (প্রাক্তন নির্বাচক): সচিন, দ্রাবিড়, সৌরভদের থামতে হয়েছে। ধোনিকেও থামতে হত। বিশ্বকাপের পর ওকে আর দেখা যায়নি ।ফলে একটা জল্পনা তৈরি হয়েছিল । সেই জল্পনার ইতি। একজন ক্রিকেটার তাঁর জীবনে শুধু ব্যাট হাতে কিংবা উইকেটের পিছনে দাড়িয়ে উইকেট রক্ষা করেননি, দেশকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। সাফল্যের সরনিতে রোলস রয়েজ চালিয়েছেন । প্রতিটি ফরম্যাটে দেশের মাথায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব এনে দিয়েছেন । একটা স্বপ্নের দৌড় বলতে পারা যায় । ভালো লাগছে এই ভেবে, এমন প্রতিভাকে আর্ন্তজাতিক ক্রিকেটে দৌড়নোর সুযোগ করে দিয়েছিলাম । জাতীয় নির্বাচক হিসেবে সামনে থেকে দেখেছি। তাই ওর অবসর নেওয়ার খবর খারাপ লাগলেও, আদতে একটা সোনার যুগের পরিসমাপ্তি । IPL-এ দেখব এটাই ভালো খবর। কারণ শেষ হয়েও আরও একটু দেখার সুযোগ মিলবে। তবে যে শূন্যতা তৈরি হল তা পূরণ হতে সময় লাগবে ।
শিবশংকর পাল (ধোনির সতীর্থ): মাহির সঙ্গে আমার সম্পর্ক সবসময়ই আলাদা। যখন সে ধোনি হয়নি তখন আমার বাড়িতে এসেছে, বাইক চালিয়েছে, চায়ের দোকানে বসে চা খেয়েছে। একজন সাধারণ সাদামাটা মানুষ যেমন হয় আর কী। দলীপ ট্রফি, ইন্ডিয়া এ দলের হয়ে একসঙ্গে খেলেছি । ধোনি আমার রুমমেট ছিল। ইন্ডিয়া A দলের হয়ে জ়িম্বাবোয়ে সফরে মাঠ এবং মাঠের বাইরে বহু সময় কাটিয়েছি । ওর অবসর নেওয়ার খবরে খারাপ লাগলেও মানতেই হবে এটা হওয়ার ছিল। দীর্ঘদিন আর্ন্তজাতিক ক্রিকেটের বাইরে। তার উপর T20 বিশ্বকাপ না হওয়া বোধহয় এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ ৷ তবে ও IPL খেলবে। চাইব ধোনির মতো ব্যক্তিত্ব যেন ক্রিকেটের সঙ্গেই জড়িয়ে থাকে।