কলকাতা, 4 জুলাই : তরুণ মজুমদারের প্রয়াণে (Tarun Majumdar Passes Away) শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সোমবার পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে জারি করা শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি । তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বয়স হয়েছিল 91 বছর ।’’
ওই শোকবার্তায় ‘দাদার কীর্তি’-র পরিচালককে নিয়ে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, ‘‘ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গিয়েছেন । তাঁর ছবিতে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে ।’’ একই সঙ্গে বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো ইত্যাদি যে তরুণ মজুমদারের পরিচালিত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য তাও লেখা হয়েছে ওই বার্তায় ৷
তিনি যে পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-সহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন, তাও ওই বার্তায় লেখা হয়েছে । একই সঙ্গে ওই বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘তাঁর প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় ক্ষতি । আমি তরুণ মজুমদারের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি ।’’