পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মাঝ আকাশে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ শিলিগুড়িগামী বিমানের, বিমানে ছিলেন রাজ্য পুলিশের ডিজি

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতেইে শিলিগুড়ির উদ্দেশ্য়ে রওনা দিয়েছিলেন ডিজি বীরেন্দ্র এবং রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ৷ তাঁদের বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷

emergency-landing-of-a-flight-in-kolkata-airport-which-is-going-to-siliguri-from-kolkata
মাঝ আকাশে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ শিলিগুড়িগামী বিমানের, বিমানে ছিলেন রাজ্য পুলিশের ডিজি

By

Published : Feb 2, 2021, 8:13 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ৷ মাঝ আকাশেই তাঁদের বিমান থেকে ধোঁয়া বেরতে শুরু করে ৷ বিমানটি কলকাতা থেকে বাগডোগরা যাচ্ছিল ৷ যার জেরে ফের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ৷ যান্ত্রিক ত্রুটির কারণেই এই ধোঁয়া বলে জানা গিয়েছে ৷ বিমানটিকে জরুরি ভিত্তিতে সফলভাবে অবতরণ করানো গিয়েছে ৷ ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বহু যাত্রী এবং বিমানকর্মীরা ৷

আরও পড়ুন :দ্রুত চালু হবে কলকাতা-বাগডোগরা বিমান পরিষেবা

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতেইে শিলিগুড়ির উদ্দেশ্য়ে রওনা দিয়েছিলেন ডিজি বীরেন্দ্র এবং রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ৷ তাঁদের বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, বিমানের মধ্যে হঠাৎ করেই অ্যালার্ম বাজতে শুরু করে ৷ দ্রুত পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানের জরুরি অবতরণের অনুমতি চান ৷ সেই মত বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ৷ ঠিক কী কারণে এই ধোঁয়া বেরতে দেখা গিয়েছে তা জানতে বিমানটিকে পরীক্ষা করা হচ্ছে ৷ এই মুহূর্তে অন্য বিমানে উত্তরবঙ্গের উদ্দেশ্য়ে রওনা দিয়েছেন ডিজি ও রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ৷ সেই সঙ্গে অন্যান্য যাত্রীদেরও সেই বিমানে শিলিগুড়ি পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details