পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মাঝ আকাশে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ শিলিগুড়িগামী বিমানের, বিমানে ছিলেন রাজ্য পুলিশের ডিজি - ডিজি বীরেন্দ্র

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতেইে শিলিগুড়ির উদ্দেশ্য়ে রওনা দিয়েছিলেন ডিজি বীরেন্দ্র এবং রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ৷ তাঁদের বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷

emergency-landing-of-a-flight-in-kolkata-airport-which-is-going-to-siliguri-from-kolkata
মাঝ আকাশে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ শিলিগুড়িগামী বিমানের, বিমানে ছিলেন রাজ্য পুলিশের ডিজি

By

Published : Feb 2, 2021, 8:13 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি : বড়সড় বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র এবং নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ৷ মাঝ আকাশেই তাঁদের বিমান থেকে ধোঁয়া বেরতে শুরু করে ৷ বিমানটি কলকাতা থেকে বাগডোগরা যাচ্ছিল ৷ যার জেরে ফের কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে ৷ যান্ত্রিক ত্রুটির কারণেই এই ধোঁয়া বলে জানা গিয়েছে ৷ বিমানটিকে জরুরি ভিত্তিতে সফলভাবে অবতরণ করানো গিয়েছে ৷ ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বহু যাত্রী এবং বিমানকর্মীরা ৷

আরও পড়ুন :দ্রুত চালু হবে কলকাতা-বাগডোগরা বিমান পরিষেবা

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেখা করতেইে শিলিগুড়ির উদ্দেশ্য়ে রওনা দিয়েছিলেন ডিজি বীরেন্দ্র এবং রাজ্য পুলিশের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ৷ তাঁদের বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে ধোঁয়া বেরতে দেখা যায় ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, বিমানের মধ্যে হঠাৎ করেই অ্যালার্ম বাজতে শুরু করে ৷ দ্রুত পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানের জরুরি অবতরণের অনুমতি চান ৷ সেই মত বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ৷ ঠিক কী কারণে এই ধোঁয়া বেরতে দেখা গিয়েছে তা জানতে বিমানটিকে পরীক্ষা করা হচ্ছে ৷ এই মুহূর্তে অন্য বিমানে উত্তরবঙ্গের উদ্দেশ্য়ে রওনা দিয়েছেন ডিজি ও রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ৷ সেই সঙ্গে অন্যান্য যাত্রীদেরও সেই বিমানে শিলিগুড়ি পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details