কলকাতা, 1 সেপ্টেম্বর: বায়ুদূষণ রুখতে এবং পেট্রল-ডিজেলের বিকল্প হিসেবে এবার পথে নামতে চলেছে ইলেকট্রিক বা বিদ্যুতচালিত অ্যাপ ক্যাব (Electric app cab to be introduced) । সম্প্রতি এমনটাই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী (Transport Minister) স্নেহাশীষ চক্রবর্তী । শহরের বাকি অ্যাপ ক্যাব সংস্থাগুলির মতো হলেও এই ক্যাবগুলি পেট্রোল বা ডিজেলে নয়, চলবে বিদ্যুতে ।
এক নামজাদা বেসরকারি সংস্থা শহরে ইলেকট্রিক ক্যাব নামাতে ইচ্ছুক । আর সেই মতই পরিবহণ মন্ত্রীর সঙ্গে বেশ কয়েক দফায় বৈঠকও হয়েছে । সবকিছু ঠিকঠাক এগোলে পুজোর আগেই শহরের পথে দেখা যাবে নয়া এই ই-অ্যাপ ক্যাব । প্রথম ধাপে চালু করা হবে প্রায় হাজারের কাছাকাছি ক্যাব ৷ পরীক্ষামূলকভাবে কিছুদিন চালানোর পর যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, তা দেখেই দ্বিতীয় ধাপে নামানো হবে আরও ই-ক্যাব ।
এক পরিবহণ আধিকারিকের মতে, যেহেতু এই ক্যাবগুলি পেট্রল বা ডিজেলে চলেবে না তাই জ্বালানির খরচও তুলনামূলক কম । স্বাভাবিকভাবে অন্যান্য অ্যাপ ক্যাবগুলি যেভাবে যাত্রীদের থেকে চড়া ভাড়া নেওয়া এই ক্ষেত্রে তা হবে না । এমনকী অ্যাপ ক্যাবের ক্ষেত্রে যে সারচার্জ এর অভিযোগ ওঠে বারবার সেটাও নেওয়া হবে না । ক্যাব বুক করার জন্য যে অ্যাপগুলি রয়েছে সেখান থেকেই বুক করা যাবে এই ই-ক্যাব ।
আরও পড়ুন:খিদিরপুর থেকে ধর্মতলা রুটের ট্রাম পরিষেবা চালু 'বিশ বাঁও জলে'
জানা গিয়েছে, ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে ইচ্ছুক যে সকল চালকরা এই গাড়ি কিনতে চান তাঁদের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে । সংস্থার তরফেই শহরের একাধিক জায়গায় চার্জিং স্টেশনও তৈরি করা হচ্ছে । পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খুঁজতে এবং পরিবেশকে দূষণমুক্ত করতেই রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে । রাজ্যে ধাপে ধাপে নামানো হয়েছে পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস । এই বাসগুলির ক্ষেত্রেও ভাড়া অনেকটাই কম । এমনকী মানুষকে আরও ই-গাড়ি কেনার ক্ষেত্রে উৎসাহী করতে বেশ কিছু ছাড়ও দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর ।