কলকাতা, 28 ফেব্রুয়ারি : নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটের প্রস্তুতি ও ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের করোনার টিকাকরণ শুরু হয়েছে । বীরভূম জেলার বোলপুরেও শুরু হয়েছে সেই কাজ ৷ সেখানেই করোনার টিকা নেওয়ার পর মৃত্যু হল পেশায় শিক্ষক এক ভোট কর্মীর ৷
বোলপুর থানার অন্তর্গত রজতপুর গ্রামের বাসিন্দা তারক চক্রবর্তী (53) পেশায় শিক্ষক । এবারের বিধানসভা নির্বাচনের ভোটকর্মী তিনি । নিয়ম মতো কোরোনা টিকা নেন শনিবার । টিকা নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন । এরপর তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান তিনি মৃত । এই ঘটনায় শোকস্তব্ধ শিক্ষক, শিক্ষিকা, কর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ । তাঁরা ওই ভোটকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে 50 লাখ টাকারও দাবি করেছে ।