পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ - পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট

কলকাতায় এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ তিন দিনের এই সফরে দফায় দফায় বৈঠক করবেন নির্বাচন কমিশনের অফিসাররা৷ পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে৷

election-commissions-full-bench-arrived-at-kolkata-to-know-about-vote-preparation
ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

By

Published : Jan 20, 2021, 7:14 PM IST

কলকাতা, 20 জানুয়ারি : সর্বত্রই এখন সাজ সাজ রব। বেজেছে ভোটের দামামা। যদিও এখনও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি৷ তবে সব দিক খতিয়ে দেখতে রাজ্য এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

তিন দিনের এই সফরে দফায় দফায় বৈঠক করবে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে থাকছেন দুই উপনির্বাচন কমিশনার রাজীব কুমার ও সুদীপ জৈন। তিন দিনের এই সফরে রাজ্যের বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে আর কী কী করণীয় তারও একটা খসড়া তৈরি করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই দফার বৈঠকের পরেই নির্ধারণ হতে পারে ভোটের দিনক্ষণ।

বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে বৈঠক করে ফুল বেঞ্চ। বৈঠকে ছিলেন স্টেট পুলিশের নোডাল অফিসার তথা এডিজি আইনশৃঙ্খলা যশোবন্ত সিং। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশনের। এরপর জেলাশাসক, এসপি ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন :তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সিএবি সচিব বিশ্বরূপ দে

শুক্রবার বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব ও ডিজি বৈঠকে উপস্থিত থাকবেন।

ABOUT THE AUTHOR

...view details