কলকাতা, 20 জানুয়ারি : সর্বত্রই এখন সাজ সাজ রব। বেজেছে ভোটের দামামা। যদিও এখনও ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি৷ তবে সব দিক খতিয়ে দেখতে রাজ্য এল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।
তিন দিনের এই সফরে দফায় দফায় বৈঠক করবে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরার সঙ্গে থাকছেন দুই উপনির্বাচন কমিশনার রাজীব কুমার ও সুদীপ জৈন। তিন দিনের এই সফরে রাজ্যের বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন তাঁরা। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে আর কী কী করণীয় তারও একটা খসড়া তৈরি করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, এই দফার বৈঠকের পরেই নির্ধারণ হতে পারে ভোটের দিনক্ষণ।