পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভোট পরিস্থিতি নিয়ে শঙ্কিত কমিশন, সুদীপের ফোন আফতাবকে - sudip jain

বাংলার ভোটের সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবকে ফোন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের। ঘাটালের জেনেরাল অবজা়রভারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ক্ষোভ উগরে দেন তিনি।

ECI

By

Published : May 12, 2019, 5:24 PM IST

কলকাতা, 12 মে : রাজ্যে ভোটের হিংসাত্মক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতীয় নির্বাচন কমিশন । সামগ্রিক পরিস্থিতির খোঁজ নিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবকে ফোন করলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন । জানালেন রাজ্যের ভোট প্রক্রিয়া নিয়ে তাঁরা শঙ্কিত ।

আজ সকাল থেকে একের পর এক হিংসার ছবি সামনে আসতে থাকে । কোথাও প্রার্থাীকে ঘিরে বিক্ষোভ, কোথাও গাড়ি ভাঙচুর, কখনও প্রার্থীর দিকে ইটবৃষ্টি, কোথাও বিরোধী এজেন্টকে মারধর, কোথাও আবার আক্রান্ত সংবাদমাধ্যম । সব মিলিয়ে ষষ্ঠ দফার ভোটে নজিরবিহীন ভাবে বাহিনী বাড়ালেও হিংসা এড়ানো যায়নি ।

সকাল থেকেই রাজ্যের সংবাদমাধ্যমে উঠে আসে ভোটের অশান্তির ছবি । বেলা বাড়তে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জায়গা করে নেয় বাংলার ভোটের হিংসা । এতেই টনক নড়ে জাতীয় নির্বাচন কমিশনের । মিডিয়া ওয়াচে বাংলার ছবি দেখে রাজ্যের পরিস্থিতির খোঁজ নেন ডেপুটি নির্বাচন কমিশনার ।

এদিকে ঘাটালের জেনেরাল অবজ়ারভারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় ক্ষোভ উগড়ে দেন সুদীপ জৈন । তিনি অবিলম্বে CEO-কে ব্যবস্থা নিতে বলেছেন । পাশাপাশি জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন ।

ABOUT THE AUTHOR

...view details