কলকাতা, 3 অক্টোবর : কোভিড আবহে কোনও বিজয় মিছিল নয় ৷ রবিবার ঠিক এই ভাষাতেই পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনকে সতর্ক করল নির্বাচন কমিশন (Election Commission) ৷ এদিন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে (H K Dwivedi) একটি চিঠি পাঠিয়েছে তারা ৷ তাতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, অতিমারি আবহে সংক্রমণ রুখতে কোনওরকম জমায়েত করার অনুমতি দেওয়া যাবে না ৷ তাই ভোটে যে পক্ষই জয়লাভ করুক না কেন, বিজয় মিছিল করা যাবে না ৷ পাশাপাশি, ভোটের ফল প্রকাশের পর যাতে রাজ্যে কোথাও কোনও অশান্তি বা হিংসা না ছড়ায়, তাও নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে ৷ চিঠিটিতে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশনের সচিব রাকেশ কুমার (Rakesh Kumar) ৷
আরও পড়ুন :Mamata Banerjee : ভবানীপুর জিতেই তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা মমতার
প্রসঙ্গত, গত 30 সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhabanipur) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয় ৷ ওই একই দিনে ভোট গ্রহণ করা হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ কেন্দ্রেও ৷ রবিবার (3 অক্টোবর) এই তিন আসনেই ভোট গণনা হয় ৷ এর মধ্যে ভবানীপুর আসনে নজর ছিল গোটা দেশের ৷ কারণ, এই কেন্দ্র থেকে উপনির্বাচনের লড়াইয়ে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ তাঁর জয় যে নিশ্চিত, একথা সকলেরই জানা ছিল ৷ আর তাই মমতার জয় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলেই উৎসবে মেতে ওঠার পরিকল্পনা ছিল তৃণমূলের একাংশের ৷